*সাইকেলের যে রেস হয়, সে তো সবারই জানা। সবচেয়ে বিখ্যাত সাইকেল রেসের নাম ট্যুর ডি ফ্রান্স।
* আমেরিকায় শহরের মানুষ খুব কমই সাইকেলে চড়ে; হিসাব করলে তা ১ শতাংশও হবে কিনা সন্দেহ। অনেকটা আমাদের দেশের ঢাকা শহরের মতো আর কি! সে তুলনায় ইউরোপে শহরের মানুষ অনেক বেশি সাইকেলে চড়ে বেড়ায়। এই যেমন ইতালির শহরগুলোর যানবাহনের পাঁচ শতাংশই সাইকেল। আর নেদারল্যান্ডে তো সংখ্যাটা আরও বেশি, প্রায় ৩০ শতাংশ। ওখানে নাকি প্রতি ৮ জনের মধ্যে ৭ জনেরই সাইকেল আছে!
* বাইসাইকেল শব্দটি প্রথম ব্যবহৃত হয় ১৮৬০ সালের দিকে, ফ্রান্সে।
* প্লেনের আবিষ্কারক দুই ভাই অরভিল রাইট আর উইলবার রাইট? তাদের কিন্তু একটি সাইকেল মেরামতের দোকান ছিল!
* এখনো পৃথিবীতে প্রতি বছর প্রায় ১০০ মিলিয়ন সাইকেল তৈরি করা হয়!
* চীনে আজও সাইকেল ব্যবহার করে প্রায় আধা বিলিয়ন, মানে ৫০ কোটি মানুষ!
0 comments:
Post a Comment