
ঘরের আয়তন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তাও বেড়েছে ওয়াল কেবিনেটের। অনেকেই বাসার পরিসর বড় দেখাতে ঘরের ভেতর আসবাব ব্যবহার করেন না। আলো-বাতাসযুক্ত একটা ঘর সবারই স্বপ্ন। ওয়াল ফিটেড ফার্নিচার সেই স্বপ্ন বাস্তবায়নের একটা চমৎকার উপায়। ঘরের ভেতরে প্রয়োজনের আসবাবও থাকলো আবার
ঘর আঁটসাঁটও দেখালো না। ছোট ঘরের জন্যও তো এটা আদর্শ একটা উপায়। দেয়ালকে
ব্যবহার করলে ঘরের অনেকটুকু জায়গা বেঁচে যাবে। ঘরের ভেতর কেবিনেট আভিজাত্যময় একাট ভাব এনে দেয়। ঘরের ভেতর আলমারি বা ওয়ারড্রব রাখলে তাতে
বেশ কিছু...