Saturday, February 6, 2021

সাত মসজিদ রোড

0 comments

মোহাম্মদপুর আর ধানমন্ডির একটি সংযোগ সড়ক হল সাত মসজিদ রোড। নাম শুনে মনে হতে পারে, তবে কি এই রাস্তায় ৭টি মসজিদ আছে? তা হয়ত নেই তবে যে মসজিদের নামে এই রাস্তার নামকরণ তাতে আছে ৭টি গম্বুজ। 


বলা হচ্ছে মোহাম্মদপুরে থাকা ঐতিহ্যবাহী সাত গম্বুজ মসজিদের কথা।
ছাদে তিনটি বড় গম্বুজ এবং চার কোণের প্রতি কোনায় একটি করে ছোট গম্বুজ থাকায় একে সাত গম্বুজ মসজিদ বলা হয়। ১৬৮০ সালে, শায়েস্তা খাঁর আমলে নির্মিত এই মসজিদের নামেই হয়েছে সংলগ্ন সাত মসজিদ রোড-এর নামকরণ, প্রচলিত ধারণা এটিই। 


 মসজিদের পূর্ব পাশে অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে একটি সমাধি। কথিত আছে, এটি শায়েস্তা খাঁর মেয়ের সমাধি। সমাধিটি ‘বিবির মাজার’ বলেও খ্যাত। স্থানীয় ব্যক্তিদের ভাষ্য অনুযায়ী, একসময় মসজিদের পাশ দিয়ে বয়ে যেত বুড়িগঙ্গা। ঘাটেই ভেড়ানো হতো লঞ্চ ও নৌকা। কিন্তু এখন সেসব হারিয়ে গেছে। বর্তমানে মসজিদটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে আছে। কেউ যদি মোহাম্মদপুরের কাটাসুর থেকে শিয়া মসজিদের দিকের রাস্তা ধরে বাঁশবাড়ীর দিকে যান, তবে চোখে পড়বে এই মসজিদ। মসজিদের ঠিক পেছনেই আছে একটি মাদ্রাসা।  সেখানে উঠেছে অনেক বহুতল ভবন। 

সূত্র: বিপ্রপার্টি ও প্রথমআলো

 

0 comments:

Post a Comment