শাহবাগ, হাজারো মানুষের পদচারণায় ব্যস্ত এক নাম, আজকের ঢাকার প্রাণকেন্দ্র। অথচ একসময় ঢাকার শেষ সীমানাই ছিল এই এলাকা।
১৭
শতকে ঢাকা হয় মোগল বাংলা প্রদেশের রাজধানী আর সেই সাথে হয় শাহবাগের
গোড়াপত্তন। হঠাৎ করেই অন্যরকম গুরুত্ব পাওয়া এই এলাকা জুড়ে গড়ে উঠতে থাকে
দৃষ্টিনন্দন বিভিন্ন স্থাপনা। সেই সাথে মোগল শাসকদের নিজস্ব তত্ত্বাবধানে
এখানে গড়ে উঠে বিশাল ফুলের বাগান যার নাম ছিল “বাগ-ই-বাদশাহী”, ফার্সি
ভাষার শব্দটির অর্থ করলে দাঁড়ায় - রাজার বাগান! আর রাজার বাগান বা
বাগ-ই-বাদশাহী থেকেই আজকের শাহবাগ।
মোগল শাসনের সমাপ্তির পরে
ব্রিটিশ শাসক বা স্থানীয় প্রভাবশালীদের চেষ্টায় কিছুদিন টিকে থাকলেও ধীরে
ধীরে বিলুপ্ত হয়ে যায় এই বাদশাহী বাগান। মানুষের মুখে শুধু থেকে যায় নামটি।
কে জানে, একসময়ের জৌলুস মনে করিয়ে দিতেই যেন আজ শাহবাগে গড়ে উঠেছে বিশাল
ফুলের বাজার!
0 comments:
Post a Comment