যদি
প্রশ্ন করা হয় ঢাকার প্রথম আবাসিক এলাকা কোনটি? উত্তর দিতে হিমশিম খেতে
হতে পারে যে কারো। হালের ঢাকায় এখন আছে ধানমন্ডি, গুলশান, বনানী বা উত্তরার
মত নামীদামী আবাসিক এলাকা। কিন্তু পুরান ঢাকার গেন্ডারিয়াকে দেখে আঁচ করার
তেমন কোন উপায়ই নেই যে, এটিই ছিল ঢাকার প্রথম আবাসিক এলাকা!
বৃটিশ
শাসিত বাংলায়, ঢাকার প্রথম আবাসিক এলাকা হিসাবে গড়ে উঠে গেন্ডারিয়া। উনিশ
শতকের গোড়ার দিকে এটি পরিণত হয়েছিল মধ্যশ্রেণির আবাসিক এলাকা হিসেবে। এত
পুরাতন এলাকা হওয়ায় বহু ইতিহাসের সাক্ষী এই গেন্ডারিয়া। কিন্তু কীভাবে এল
এই নাম? এ নিয়ে দুটো প্রধান মতামত পাওয়া যায়।
অনেকে বলেন, কোন এক
ইংরেজ পরিব্রাজক ঘোড়ায় চড়ে ঘুরতে ঘুরতে গেন্ডারিয়ার লোহারপুলের পাদদেশে
এসে পড়েন। এই এলাকার চারপাশের দৃশ্য দেখে এতই বিমোহিত হয়েছিলেন যে তিনি
বলে ওঠেন, ‘Wow! What a grand Area!’ সেই থেকেই এই আবাসিক এলাকার নাম হয়ে
উঠে ‘গেন্ডারিয়া’।
আর ভিন্নমতটিও বেশ মজার। আখ বা ইক্ষু অঞ্চলভেদে
“গেন্ডারি” নামে পরিচিত। তৎকালীন সময়ে দয়াগঞ্জ, মীরহাজিরবাগ এলাকায় প্রচুর
গেন্ডারি বা আখের চাষ হতো। সেই আখ বিক্রির জন্যও বিখ্যাত ছিল এই এলাকা। আর
সেই থেকে এই এলাকার নাম হয়ে গেন্ডারিয়া।
0 comments:
Post a Comment