Sunday, February 7, 2021

ঢাকাই নামের ইতিকথা: ধানমন্ডি

0 comments

 “রাজায় রাজায় যুদ্ধ, উলুখাগড়ার প্রাণান্ত!” - প্রবাদটির অর্থ অনেকে জানলেও যদি বলা হয়, এই এক শতাব্দী আগেই ধানমন্ডি ছিল উলুখাগড়া আর ছন গাছের রাজ্য, এখানে দেখা যেত দিগন্ত বিস্তৃত ধানক্ষেত আর কালেভাদ্রে দু’একজন মানুষ, তা কজন বিশ্বাস করবেন? অথবা ব্রিটিশ আমলে এখানে বসত ধানের বিশাল বাজার, তাই বা কতটুকু বিশ্বাস হয়? 


অথচ, যতদূর জানা যায়, এর সবই আসলে সত্য। ঢাকার আরও বেশ কিছু এলাকার মত ধানমন্ডিতেও লোকালয় গড়ে উঠতে শুরু করে সাতচল্লিশে দেশভাগের পরপর। এর আগে এই এলাকা ছিল সবুজে শ্যামলে ভরা এক বিস্তীর্ণ অঞ্চল। চল্লিশের দশকেও ধানমন্ডিতে কৃষিকাজ করা হত পুরোদমে আর সম্পূর্ণ এলাকা ছিল ছন এবং উলুখাগড়ায় রাজ্য৷ তাই ধানমন্ডি নামকরণের সাথেও জড়িয়ে আছে এই বিষয়গুলোই।

বাংলা ভাষায় “মণ্ডন” শব্দটির অর্থ সাজসজ্জা বা অলংকার। পুরো এলাকা যখন সোনালী পাকা ধানে ছেয়ে যেত, তখন একে দেখতে লাগত অসাধারণ। মনে হত যেন সোনালী অলংকারের চাদর দিয়ে কেউ এলাকাটিকে ঢেকে দিয়েছে। অনেকের মতে ধানের এই মণ্ডন থেকেই এলাকার নাম হয় ধানমন্ডি।

আবার, ফারসি পরিভাষায় “মন্ডি” শব্দটির অর্থ হাট বা বাজার। আশেপাশে প্রচুর ধান উৎপাদন হওয়ায় ব্রিটিশ আমলে এখানে বসত ধানের বিশাল বাজার। সেই থেকে এই এলাকার নাম ধানমন্ডি হয়েছে বলেও অনেকে মনে করেন।

তাই বলাই যায় যে, ধানমন্ডি নামটির সাথে আমাদের প্রধান খাবার ধান জড়িয়ে আছে। অথচ আজ এই এলাকাকে বলবে এই এলাকায় একসময় ছিল রমরমা ধানের বাজার?


 

সূত্র: বিপ্রপার্টি

0 comments:

Post a Comment