Sunday, February 14, 2021

ওয়াল কেবিনেট কি

0 comments

ঘরের আয়তন কমে যাওয়ার সঙ্গে সঙ্গে জনপ্রিয়তাও বেড়েছে ওয়াল কেবিনেটের। অনেকেই বাসার পরিসর বড় দেখাতে ঘরের ভেতর আসবাব ব্যবহার করেন না। আলো-বাতাসযুক্ত একটা ঘর সবারই স্বপ্ন। ওয়াল ফিটেড ফার্নিচার সেই স্বপ্ন বাস্তবায়নের একটা চমৎকার উপায়। 

 



ঘরের ভেতরে প্রয়োজনের আসবাবও থাকলো আবার ঘর আঁটসাঁটও দেখালো না। ছোট ঘরের জন্যও তো এটা আদর্শ একটা উপায়। দেয়ালকে ব্যবহার করলে ঘরের অনেকটুকু জায়গা বেঁচে যাবে। 

ঘরের ভেতর কেবিনেট আভিজাত্যময় একাট ভাব এনে দেয়  ঘরের ভেতর আলমারি বা ওয়ারড্রব রাখলে তাতে বেশ কিছু জায়গা ব্লক হয়ে যায়। কেবিনেট জিনিসটা আপনার দেয়ালের ভেতর তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ, কেবিনেটের সম্পূর্ণ অংশই থাকবে দেয়ালের ভেতর! কেবিনেটের দরজা অনেক সময় বাইরে থেকে খুলবে আবার স্লাইড ডোরও হতে পারে। সুতরাং, আপনার ঘরের অনেকটা জায়গা বেঁচে যাবে কেবিনেটের জন্য। কেবিনেট বেশ উপকারী একটি আসবাব ঘরের জন্য। এর ব্যবহার শুধু বেডরুমেই নয় সাড়া ঘরেই আছে। 

তথ্যসূত্র:  বিপ্রপার্টি ও কালেরকন্ঠ

0 comments:

Post a Comment