গ্রাফোলজিতে আরো তিনরকম ক্যাপিটাল S দেখা যাক বরং।
দ্বিতীয় S-টা প্রথম S এর মতোই। কিন্তু ওপরের বদলে দাগটা নীচে আছে। এরকম লোকগুলো একটা ব্যাপার হওয়ার পর, সেই ব্যাপারটা নিয়ে ডিটেইলসে মানুষজনকে বলতে ভালোবাসেন। ধরো, লোকটা অনেকক্ষণ চেষ্টাচরিত্র করার পর একটা কাজ সফলভাবে করলেন বা কোনো একটা জিনিস রিসিভ করলেন। তারপর তিনি কীভাবে কতোটা চেষ্টাচরিত্র করেছেন, কতোটা সাধ্যসাধনা করার পর জিনিসটা উনি রিসিভ করেছেন, সেটা লোকটা সবাইকে ডিটেইলসে জানাতে পছন্দ করেন।
তৃতীয় S-এর ক্ষেত্রে দেখা যাচ্ছে S-এর নীচের দিকে লুপ মতো একটা আকার দেখা যাচ্ছে। অনেকটা "ু"-কারের মতো। এই ধরনের মানুষগুলো খুব মেটারিয়ালিস্টিক স্বভাবের হয়। একটা কিছু পাওয়ার পরও, আরো চাই, আরো যদি পেতে পারি, এই মনোভাবটা ওদের মধ্যে থাকে। এদের সবসময় টার্গেট থাকে, এরা কতোটা কম টাকায়, কতো বেশী বেশী জিনিস পেতে পারে।
Source:
BOOKS:
1) HANDWRITING ANALYSIS PUTTING IT TO WORK FOR YOU: ANDREA MCNICHOL (CONSULTED BY THE FBI, THE U.S DEPARTMENT OF JUSTICE, SCOTLAND YARD, TGE U.S DEPARTMENT OF DEFENCE, AND FORTUME 500 COMPANIES) WITH JEFFREY A. NELSON
2) HANDWRITING ANALYSIS : P. SCOTT HOLLANDER
3) HANDWRITING ANALYSIS TGE COMPLETE BASIC BOOK: KAREN KRISTIN AMEND AND MARY STANSBURY RUIZ
4) BART BAGGETT'S HANDWRITING ANALYSIS SECRETS OF LOVE SEX AND RELATIONSHIP: BART BAGGETT
VIDEO TUTORIAL:
1) A TO Z GRAPHOLOGY BY ZUBIN VEVAINA
2) GRAPHOLOGY BY FIONA MACKAY YOUNG
3) HANDWRITING ANALYSIS TUTORIAL BY BART BAGGETT
Mriganka Chakraborty
0 comments:
Post a Comment