Monday, June 14, 2021

গ্রাফোলজিঃ হাতের লেখায় মানুষ চেনা (পর্ব-৩) [মৃগাঙ্ক চক্রবর্তী]

0 comments

 

বদমেজাজি মানুষদের হাতের লেখা দেখে চেনা যায়। কেউ বদমেজাজি কীনা দেখতে গেলে, হাতের লেখায় লক্ষ্য করবেন t এর ক্রসবারটার দিকে। যদি দেখেন t এর ক্রসবারটা t-কে ছাড়িয়ে ডানদিকে সরে গেছে, তার মানে মানুষটা বদমেজাজি, শর্ট টেম্পারড। 
 
নীচের ছবিতে toy লেখাটায় t এর ক্রসবারটা লক্ষ্য করুন। দেখবেন ডানদিকে সরে গেছে।
 

একজন মানুষ খুব সহজেই ইরিটেট ফিল করে কীনা সেটাও কারো হাতের লেখা দেখে বোঝা সম্ভব। এক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে i আর j এর ডটের দিকে। 
 
সাধারণত এই ডটটা ছোটো একটা বিন্দু হয়। কিন্তু যদি দেখা যায় i এবং j এর ওপরের ডটটা একটা ছোট্টো বিন্দুর বদলে স্ল্যাস মতোন আকার নিয়েছে, তার মানে সেই মানুষটা সহজেই ইরিটেট ফিল করে, সহজেই ইরিটেট হয়ে যায়। নীচের joy আর Indian শব্দদুটোতে j আর i এর মাথার ওপরের ডটটা দেখো। দেখবে বিন্দুর বদলে স্ল্যাস আকার নিয়েছে। এর মানে মানুষটা সহজেই ইরিটেট হয়ে যায়। 
 
🖋️ Mriganka Chakraborty
Source:
BOOKS:
1) HANDWRITING ANALYSIS PUTTING IT TO WORK FOR YOU: ANDREA MCNICHOL (CONSULTED BY THE FBI, THE U.S DEPARTMENT OF JUSTICE, SCOTLAND YARD, TGE U.S DEPARTMENT OF DEFENCE, AND FORTUME 500 COMPANIES) WITH JEFFREY A. NELSON
2) HANDWRITING ANALYSIS : P. SCOTT HOLLANDER
3) HANDWRITING ANALYSIS TGE COMPLETE BASIC BOOK: KAREN KRISTIN AMEND AND MARY STANSBURY RUIZ
4) BART BAGGETT'S HANDWRITING ANALYSIS SECRETS OF LOVE SEX AND RELATIONSHIP: BART BAGGETT
VIDEO TUTORIAL:
1) A TO Z GRAPHOLOGY BY ZUBIN VEVAINA
2) GRAPHOLOGY BY FIONA MACKAY YOUNG
3) HANDWRITING ANALYSIS TUTORIAL BY BART BAGGETT

0 comments:

Post a Comment