Monday, June 14, 2021

গ্রাফোলজিঃ হাতের লেখায় মানুষ চেনা (পর্ব-২) [মৃগাঙ্ক চক্রবর্তী]

0 comments

গ্রাফোলজিতে বলা হয়, হাতের লেখায় ক্যাপিটাল S দেখে বোঝা যায়, মানুষটা চাইল্ডিশ স্বভাবের, নাকি ম্যাচিওর মেন্টালিটির।
নীচের ছবির প্রথম S টার দিকে নজর দিলে দেখবেন S এর ওপরের অংশটা নীচের অংশের থেকে বেশী বড়ো। S এর এরকম গঠন হাতের লেখায় দেখা গেলে, এর মানে লোকটার মধ্যে এখনো বাচ্চামো স্বভাব আছে। চাইল্ডিশ স্বভাব সম্পর্ক কিংবা ওয়ার্ক প্লেস, সবক্ষেত্রেই এফেক্ট ফেলে।
ছবির দ্বিতীয় S টা দেখলে দেখা যায়, S এর ওপর এবং নীচের দুটো অংশই সমান। এদের মাইন্ডসেট চাইল্ডিশ নয়, আবার পুরোপুরি ডেভেলপড ম্যাচিওর নয়। বরং ডেভেলপিং পর্যায়ে আছে। মানে, এখনো ডেভেলপ করছে।
ছবির তৃতীয় S এ দেখা যাচ্ছে ওপরের অংশের থেকে নীচের অংশটা বড়ো। এরকম S দেখা গেলে, সেই মানুষটার মাইন্ডসেট ডেভেলপড। সে পুরোপুরি ম্যাচিওর স্বভাবের।
🖋️ কলমেঃ চক্কোত্তির শ্লো-Gun
Source:
BOOKS:
1) HANDWRITING ANALYSIS PUTTING IT TO WORK FOR YOU: ANDREA MCNICHOL (CONSULTED BY THE FBI, THE U.S DEPARTMENT OF JUSTICE, SCOTLAND YARD, TGE U.S DEPARTMENT OF DEFENCE, AND FORTUME 500 COMPANIES) WITH JEFFREY A. NELSON
2) HANDWRITING ANALYSIS : P. SCOTT HOLLANDER
3) HANDWRITING ANALYSIS TGE COMPLETE BASIC BOOK: KAREN KRISTIN AMEND AND MARY STANSBURY RUIZ
4) BART BAGGETT'S HANDWRITING ANALYSIS SECRETS OF LOVE SEX AND RELATIONSHIP: BART BAGGETT
VIDEO TUTORIAL:
1) A TO Z GRAPHOLOGY BY ZUBIN VEVAINA
2) GRAPHOLOGY BY FIONA MACKAY YOUNG
3) HANDWRITING ANALYSIS TUTORIAL BY BART BAGGETT

0 comments:

Post a Comment