Sunday, June 13, 2021

বাংলাদেশে আলোচিত ৫ পরকীয়া কাহিনী

0 comments

একটি সুখী পরিবারকে চোখের পলকে তছনছ করে দিতে পারে পরকীয়া সম্পর্ক। কেউ নিজের ইচ্ছায় এই নিষিদ্ধ সম্পর্কে জড়ান, আবার কেউ পরিস্থিতিতে জড়িয়ে পড়েন। আবার জীবনসঙ্গী মনের মতো না হলে কেউ কেউ সচেতনভাবেই পরকীয়া প্রেম করেন। প্রতিনিয়ত পত্র পত্রিকায় পরকীয়ার সম্পর্ক নিয়ে নানা সংবাদ ছাপা হচ্ছে । বর্তমানে এর প্রবণতা ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। বাংলাদেশে আলোচিত ৫ টি পরকিয়া সমাজকে নাড়া দেয়। আবেদন করে ব্যবস্থা নেয়ার।



১.  খুকু আর মনিরের পরকীয়ার কারণে যে মৃত্যু মানুষকে হতবিহ্বল করে তেমন মৃত্যু ঘটেছিল শারমীন রীমার। ১৯৮৯ সালে বিয়ের মাত্র তিন মাস পর খুন হন শারমীন রীমা। স্বামী মনিরের সাথে  চট্টগ্রাম বেড়াতে গিয়েছিলেন তিনি। ফেরার পথে স্বামী মনির হোসেন রীমাকে হত্যা করে লাশ নারায়ণগঞ্জের মিজমিজি গ্রামের কাছে ফেলে রেখে আসে। বাড়ি থেকে এত দূরে কোনো মেয়ের লাশ পাওয়া গেলে যে কেউই সবার আগে ধরে নেয় হয় স্বামী নিজেও খুন হয়েছে বা নিজেই খুন করেছে। ঘটনার পরদিন ১০ মে গ্রেফতার হন মুনির। মামলায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। ১৯৯০ সালের ২১ মে ঢাকার জেলা ও দায়রা আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর দীর্ঘদিন মামলা চলার পরে নিম্ন আদালতে অপরাধী মুনির হোসেন এবং হত্যাকাণ্ডে প্ররোচনাদানকারী তার প্রেমিকা হোসনে আরা খুকু দুজনেরই ফাঁসির রায় হলেও উচ্চ আদালতের আপিল বিভাগের রায়ে খুকুকে খালাস দেওয়া হয়।



২. চট্টগ্রামের চান্দগাঁও আবাসিক এলাকর ডাক্তার ছেলে মোস্তফা মোরশেদ আকাশ এর বিয়ের কার্ড বিলি শেষ। এমন সময় জানতে পারেন তার হবুস্ত্রীর পুরাতন প্রেমিক রয়েছে। বিয়ের পর জানতে পারে অন্য আরেক একজনের সংগে  তানজিলা হক চৌধুরী মিতু’র চলছে পরকীয়া। বারংবার নিষেধ স্বস্ত্বেও সংশোধন হয়নি মিতু। অবশেষে ২০১৯ সালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে নিজেই নিজেকে শেষ করে দেন আকাশ।

৩. ২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম নগরের নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম (মিতু)। স্বামী পুলিশের এএসআই বাবুল আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। পাঁচ বছর পর পিবিআইর তদন্তে এ খুনের সঙ্গে বাবুল আক্তারের সংশ্লিষ্টতা পাওয়া যায়।

তদন্তসংশ্লিষ্টদের দাবি, আলোচিত মিতু হত্যা মামলার অন্যতম ইন্ধনদাতা মনে করা হচ্ছে ভারতীয় নাগরিক গায়ত্রী অমর সিংহকে। তিনি ২০১৩ সালে ইউএনএইচসিআরের ফিল্ড অফিসার (প্রটেকশন) হিসেবে কর্মরত ছিলেন কক্সবাজারে। একই সময় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন সঙ্গে বাবুল আক্তার।

ওখানেই তাদের বন্ধুত্ব হয়। পরে তা রূপ নেয় পরকীয়ায়। গায়ত্রী বাংলাদেশ ছেড়ে যাওয়ার আগে কক্সবাজার, চট্টগ্রাম এবং ঢাকায় বিভিন্ন হোটেলে বাবুল আক্তারের সঙ্গে একান্তে দেখা করেছেন।

৪. ২০১৯ সালে বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যার পিছনেও রয়েছে পরকীয়ার মত বিষয়। বিয়ের পরও আয়েশা সিদ্দিকা মিন্নি তার আগের প্রেমিক নয়ন বন্ডের সাথে নিয়মিত সম্পর্ক রাখত। তা নিয়ে স্বামী-স্ত্রীর সম্পর্কের অবনতির এক পর্যায়ে প্রকাশ্যে খুন করা হয় রিফাতকে। যদিও এর সাথে মাদক ও ছিনতাইয়ের একটি যোগসূত্র রয়েছে। কিন্তু সব ছাপিয়ে বিবাহ বর্হিভূত সম্পর্কই বড় ঘটনার জন্ম দেয়।

৫.  ২০২১ সালের জুন মাসে কুষ্টিয়ায় পুলিশের এএসআই সৌমেন রায়ের ছোঁড়া গুলিতে স্ত্রী-সন্তানসহ পরকীয়া প্রেমিক নিহত হয়। পুলিশ জানায়,  দেড় বছর আগে সৌমেন কুষ্টিয়া থাকাকালীন সময়ে আসমার সাথে পরিচয় হয়।  আসমা তার আগের স্বামীকে ডিভোর্স দিয়ে সৌমেনের সাথে গোপনে বিয়ে করে। পরবর্তী পর্যায়ে সৌমেন বদলি হয়ে কুষ্টিয়া থেকে চলে গেলে আসমার সাথে বাড়ির পাশের সাকিলের পরকিয়া সম্পর্ক গড়ে ওঠে।



পশ্চিমা বিশ্বে পরকীয়া নিয়ে গবেষণা ও জরিপ হলেও বাংলাদেশে তা দৃশ্যমান নয়। ফলে জানা যায় না সঠিক তথ্য। তবে ২০১৯ এর একটি পরিসংখ্যানে জানা যায়, প্রতি ৫৫ মিনিটে ঢাকা সিটি করোর্পরেশনে একটি করে বিবাহ বিচ্ছেদের আবেদন জমা পড়ে।

বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলমান। ইসলাম ধর্মে পরকীয়া কঠিনভাবে নিষিদ্ধ করা হয়েছে । ইসলামি আইন শাস্ত্রে পরকীয়ায় জড়িত নারী পুরুষের জন্য কঠোর শাস্তির বিধান রয়েছে, যা হলো পাথর নিক্ষেপ করে মৃত্যুদন্ডের শাস্তি।
বাংলাদেশে পরকীয়া সংক্রান্ত আইনের ৪৯৭ ধারায় বলা হয়েছে যে কোন বিবাহিত ব্যক্তি যদি অন্য কোন বিবাহিত নারীর সাথে জেনেশুনে যৌন সম্পর্ক করে তাহলে তা ব্যভিচার বলে গণ্য হবে। এ ক্ষেত্রে সেই পুরুষটির পাঁচ বছরের কারাদন্ড, অর্থদন্ড বা উভয় দন্ডের বিধান আছে। তবে যে নারীর সাথে ব্যভিচার করা হয়েছে - তার ক্ষেত্রে আইনে কোন শাস্তির বিধান নেই, ব্যভিচারকারী নারী ও পুরুষ উভয়ের শাস্তির কথাও বলা নেই।  

0 comments:

Post a Comment