ঢাকার যান্ত্রিক জীবন থেকে মুক্তি পেতে মন প্রায়ই এদিক-সেদিক ছুটে যেতে চায়। কিন্তু লম্বা ছুটির অভাবে তা হয়ে ওঠে না। চিন্তা নেই! ঢাকার আশেপাশে এমন অনেক সুন্দর জায়গা আছে যেখানে আপনি মাত্র একদিনেই ঘুরে আসতে পারেন। চলুন জেনে নিই সেরা ৫টি ভ্রমণ ঠিকানা।
গোলাপ গ্রাম, সাভার: সাদুল্লাপুরের এই গ্রামটি ফুলের রাজ্য, বিশেষ করে গোলাপের। সারি সারি গোলাপের বাগান আপনার মন ভালো করে দেবে। শীতকাল গোলাপ দেখার সেরা সময়।
পানাম নগর, সোনারগাঁও: বাংলার প্রাচীন রাজধানীর এক হারানো শহর পানাম নগর। এখানকার পুরোনো স্থাপত্য ও দালানকোঠা আপনাকে ইতিহাসের পাতায় নিয়ে যাবে।
মৈনট ঘাট, দোহার: পদ্মার পাড়ের এই জায়গাটি "মিনি কক্সবাজার" নামেই পরিচিত। নদীর বিশালতা, সূর্যাস্তের দৃশ্য আর তাজা ইলিশ ভাজা আপনার দিনটিকে স্মরণীয় করে রাখবে।
বঙ্গবন্ধু সাফারি পার্ক, গাজীপুর: পরিবার ও বাচ্চাদের নিয়ে ঘোরার জন্য এটি একটি আদর্শ জায়গা। উন্মুক্ত পরিবেশে বাঘ, সিংহসহ বিভিন্ন প্রাণী দেখার সুযোগ রয়েছে এখানে।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: সবুজে ঘেরা এই ক্যাম্পাসটি সব সময়ই সুন্দর। তবে শীতকালে অতিথি পাখিদের আগমনে এর সৌন্দর্য বহুগুণ বেড়ে যায়। পাখি দেখতে আর প্রকৃতির মাঝে হাঁটতে এর চেয়ে ভালো জায়গা আর হয় না।











0 comments:
Post a Comment