ডিজিটাল এই যুগে আমাদের জীবনের বড় একটি অংশই কাটে অনলাইনে। কেনাকাটা, ব্যাংকিং থেকে শুরু করে সামাজিক যোগাযোগ—সবকিছুই এখন অনলাইন-নির্ভর। কিন্তু এর সাথেই বেড়েছে হ্যাকিং, স্ক্যাম ও প্রতারণার ঝুঁকি। অনলাইনে নিজেকে ও নিজের তথ্যকে সুরক্ষিত রাখতে কিছু কার্যকরী উপায় জানা থাকা জরুরি।
শক্তিশালী ও ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার: প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও কঠিন পাসওয়ার্ড (বড়-ছোট অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিলিয়ে) ব্যবহার করুন।
password123বা নিজের নাম/জন্মদিন ব্যবহার করা থেকে বিরত থাকুন।টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করুন: ফেসবুক, গুগল বা ব্যাংকিং অ্যাপে অবশ্যই 2FA চালু রাখুন। এতে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও আপনার মোবাইলে কোড আসা ছাড়া লগইন করতে পারবে না।
অচেনা লিংক বা ফাইল ক্লিক না করা: ইমেইল, মেসেঞ্জার বা SMS-এ আসা লোভনীয় অফার বা অপরিচিত কোনো লিংকে ক্লিক করবেন না। এগুলো ফিশিং লিংক হতে পারে, যার মাধ্যমে আপনার তথ্য চুরি হয়ে যেতে পারে।
পাবলিক Wi-Fi ব্যবহারে সতর্কতা: পাবলিক বা ফ্রি Wi-Fi ব্যবহার করে ব্যাংকিং বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করবেন না। হ্যাকাররা এসব নেটওয়ার্ক থেকে সহজেই আপনার তথ্য চুরি করতে পারে।
ব্যক্তিগত তথ্য শেয়ারে সাবধানতা: অনলাইনে কোথায় আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর বা জাতীয় পরিচয়পত্রের তথ্য দিচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন। নির্ভরযোগ্য ও ভেরিফায়েড ওয়েবসাইট ছাড়া এসব তথ্য শেয়ার করবেন না।










0 comments:
Post a Comment