Friday, October 17, 2025

অনলাইনে নিরাপদ থাকার ৫টি কার্যকরী উপায়

0 comments

ডিজিটাল এই যুগে আমাদের জীবনের বড় একটি অংশই কাটে অনলাইনে। কেনাকাটা, ব্যাংকিং থেকে শুরু করে সামাজিক যোগাযোগ—সবকিছুই এখন অনলাইন-নির্ভর। কিন্তু এর সাথেই বেড়েছে হ্যাকিং, স্ক্যাম ও প্রতারণার ঝুঁকি। অনলাইনে নিজেকে ও নিজের তথ্যকে সুরক্ষিত রাখতে কিছু কার্যকরী উপায় জানা থাকা জরুরি।

  1. শক্তিশালী ও ভিন্ন পাসওয়ার্ড ব্যবহার: প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও কঠিন পাসওয়ার্ড (বড়-ছোট অক্ষর, সংখ্যা ও চিহ্ন মিলিয়ে) ব্যবহার করুন। password123 বা নিজের নাম/জন্মদিন ব্যবহার করা থেকে বিরত থাকুন।

  2. টু-ফ্যাক্টর অথেনটিকেশন (2FA) চালু করুন: ফেসবুক, গুগল বা ব্যাংকিং অ্যাপে অবশ্যই 2FA চালু রাখুন। এতে কেউ আপনার পাসওয়ার্ড জেনে গেলেও আপনার মোবাইলে কোড আসা ছাড়া লগইন করতে পারবে না।

  3. অচেনা লিংক বা ফাইল ক্লিক না করা: ইমেইল, মেসেঞ্জার বা SMS-এ আসা লোভনীয় অফার বা অপরিচিত কোনো লিংকে ক্লিক করবেন না। এগুলো ফিশিং লিংক হতে পারে, যার মাধ্যমে আপনার তথ্য চুরি হয়ে যেতে পারে।

  4. পাবলিক Wi-Fi ব্যবহারে সতর্কতা: পাবলিক বা ফ্রি Wi-Fi ব্যবহার করে ব্যাংকিং বা ব্যক্তিগত তথ্য আদান-প্রদান করবেন না। হ্যাকাররা এসব নেটওয়ার্ক থেকে সহজেই আপনার তথ্য চুরি করতে পারে।

  5. ব্যক্তিগত তথ্য শেয়ারে সাবধানতা: অনলাইনে কোথায় আপনার নাম, ঠিকানা, ফোন নম্বর বা জাতীয় পরিচয়পত্রের তথ্য দিচ্ছেন, সে বিষয়ে সতর্ক থাকুন। নির্ভরযোগ্য ও ভেরিফায়েড ওয়েবসাইট ছাড়া এসব তথ্য শেয়ার করবেন না।

0 comments:

Post a Comment