মাস শেষে পকেট প্রায় খালি হয়ে যাওয়াটা আমাদের অনেকেরই পরিচিত সমস্যা। কিন্তু কিছু স্মার্ট কৌশল জানা থাকলে কম বাজেটেও মাস ভালোভাবে চালিয়ে নেওয়া সম্ভব। খরচের লাগাম টেনে ধরতে এবং মাস শেষে কিছুটা সঞ্চয় করতে নিচের কৌশলগুলো অনুসরণ করতে পারেন।
বাজেট তৈরি করুন (৫০/৩০/২০ নিয়ম): মাসের শুরুতে আয়ের ৫০% আপনার প্রয়োজনীয় খরচের জন্য, ৩০% ব্যক্তিগত ইচ্ছা বা বিনোদনের জন্য এবং বাকি ২০% সঞ্চয়ের জন্য ভাগ করে নিন।
সাপ্তাহিক বাজার তালিকা: সপ্তাহের শুরুতে কী কী খাবেন বা রান্না করবেন তার একটি তালিকা তৈরি করে ফেলুন। এতে অপ্রয়োজনীয় কেনাকাটা এড়ানো যাবে।
বাইরের খাবার কমানো: সপ্তাহে বা মাসে কতবার বাইরে খাবেন তা নির্দিষ্ট করে ফেলুন। ঘরে রান্না করে খেলে স্বাস্থ্যের পাশাপাশি টাকাও বাঁচবে।
বিদ্যুৎ ও গ্যাস ব্যবহারে সাশ্রয়ী হোন: অপ্রয়োজনে লাইট, ফ্যান বন্ধ রাখা বা গ্যাসের ব্যবহার কমানোর মতো ছোট ছোট অভ্যাস মাস শেষে বিলের ওপর বড় প্রভাব ফেলে।
অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন বাতিল করুন: যে অ্যাপ বা সার্ভিস (যেমন: Netflix, Spotify) আপনি নিয়মিত ব্যবহার করেন না, সেগুলোর সাবস্ক্রিপশন বাতিল করুন।
গণপরিবহন ব্যবহার: কাছাকাছি দূরত্বের জন্য রিকশা বা সিএনজি'র বদলে হাঁটা বা গণপরিবহন ব্যবহার করার অভ্যাস করুন।
খরচের হিসাব রাখুন: প্রতিদিন কোথায় কত খরচ করছেন তা একটি নোটবুক বা মোবাইল অ্যাপে লিখে রাখুন। মাস শেষে এটি আপনাকে খরচের খাতগুলো চিনতে সাহায্য করবে।











0 comments:
Post a Comment