গোলাপ গ্রাম বা পানাম নগরের মতো পরিচিত জায়গাগুলোতে মানুষের ভিড় লেগেই থাকে। আপনি যদি কোলাহল এড়িয়ে নিরিবিলি কোনো জায়গায় একদিন কাটাতে চান, তবে ঢাকার কাছেই রয়েছে অসাধারণ কিছু অপরিচিত স্থান। ঢাকার আশেপাশে একদিনে ঘুরে আসার মতো ৫টি নিরিবিলি ও সুন্দর জায়গা অনেকেরই অজানা। চলুন আজ সেই লুকানো রত্নগুলোর খোঁজ করি।
জিন্দা পার্ক, রূপগঞ্জ: নারায়ণগঞ্জের এই পার্কটি স্থানীয়দের উদ্যোগে গড়ে ওঠা এক দারুণ সবুজ পৃথিবী। विशाल দিঘি, গাছপালা আর মাটির ঘর মিলিয়ে এটি একটি ছবির মতো সুন্দর জায়গা।
সুবর্ণগ্রাম অ্যামিউজমেন্ট পার্ক অ্যান্ড রিসোর্টস, মুন্সিগঞ্জ: ঢাকার কাছেই গ্রামীণ পরিবেশে আধুনিক বিনোদনের এক চমৎকার জায়গা এটি। পরিবার নিয়ে দারুণ একটি দিন কাটানোর জন্য আদর্শ।
বাংলার তাজমহল, সোনারগাঁও: আগ্রার তাজমহলের আদলে তৈরি এই স্থাপনাটি হয়তো আসলটির মতো বিশাল নয়, তবে এর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে।
জল ও জঙ্গলের কাব্য, পুবাইল: প্রকৃতির মাঝে পুরোপুরি হারিয়ে যেতে চাইলে গাজীপুরের এই রিসোর্টটি সেরা। এখানকার গ্রামীণ পরিবেশ ও শান্ত পুকুর আপনাকে দেবে মানসিক শান্তি।
আড়াইহাজারের চর, নারায়ণগঞ্জ: মেঘনা নদীর বুকে জেগে ওঠা এই বিশাল চরটি এক কথায় অসাধারণ। বিস্তীর্ণ কাশবন আর নদীর সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই, বিশেষ করে শরৎকালে।
,%20misty%20morning%20light,%20off-the-beaten-path%20travel%20photo..png)










0 comments:
Post a Comment