
আঁট-সাট, টাইট জিন্স প্যান্টগুলোকে এবার আলমিরা থেকে সরিয়ে ফেলার সময় এসেছে। একদল মার্কিন বিশেষজ্ঞ টাইট জিন্স প্যান্ট পরার ব্যাপারে সাবধান করে দিয়ে বলেছেন, টাইট জিন্স প্যান্ট পায়ের বিভিন্ন পেশীকে ক্ষতিগ্রস্ত করে।
এবিসি নিউজের একটি রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে ‘ম্যারালজিয়া প্যারিসথেটিকা’ নামক এক রোগে আক্রান্ত কিছু রোগী সনাক্ত করা হয়েছে। এ রোগের লক্ষণ হিসেবে পায়ের ওপরের অংশে টান টান ভাব, অশারতা ইত্যাদি ধরা পড়েছে। যার কারণ হিসেবে বিশেষজ্ঞ দলটি ফ্যাশনের অন্যতম অনুষজ্ঞ টাইট জিন্স প্যান্টকে...