Tuesday, May 29, 2012

জিন্সের প্যান্ট থেকে রোগ

0 comments
আঁট-সাট, টাইট জিন্স প্যান্টগুলোকে এবার আলমিরা থেকে সরিয়ে ফেলার সময় এসেছে। একদল মার্কিন বিশেষজ্ঞ টাইট জিন্স প্যান্ট পরার ব্যাপারে সাবধান করে দিয়ে বলেছেন, টাইট জিন্স প্যান্ট পায়ের বিভিন্ন পেশীকে ক্ষতিগ্রস্ত করে।
এবিসি নিউজের একটি রিপোর্ট অনুযায়ী, মার্কিন যুক্তরাষ্ট্রে ‘ম্যারালজিয়া প্যারিসথেটিকা’ নামক এক রোগে আক্রান্ত কিছু রোগী সনাক্ত করা হয়েছে। এ রোগের লক্ষণ হিসেবে পায়ের ওপরের অংশে টান টান ভাব, অশারতা ইত্যাদি ধরা পড়েছে। যার কারণ হিসেবে বিশেষজ্ঞ দলটি ফ্যাশনের অন্যতম অনুষজ্ঞ টাইট জিন্স প্যান্টকে দায়ী করেছেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত বাল্টিমোর মেডিক্যাল সেন্টারের ডাক্তার ক্যারেন বোয়েল বলেন, এটি একটি ব্যাধি যার কারণে পায়ের ওপরের অংশের পেশীগুলো ক্রমশ ক্ষতিগ্রস্ত হতে থাকে।

তিনি আরও বলেন, টাইট জিন্স প্যান্টের সাথে উঁচু জুতা এ সমস্যাকে আরও তীব্রতর করে। কারণ উঁচু জুতাও পায়ের পেশীতে চাপ সৃষ্টি করে।

তিনি সতর্ক করে দিয়ে বলেন, জিন্স প্যান্ট পড়লে যদি কারও শরীরে কোনো রকমের চাপ অনূভুত হয় তবে তা অগ্রাহ্য করা মোটেও উচিৎ নয়। কারণ এতে স্থায়ী বিভিন্ন শারীরিক সমস্যার সৃষ্টি হতে পারে।

টাইট জিন্স প্যান্টের বিপরীতে তিনি লেগিংস পরার পরামর্শ দিয়েছেন।

কামরুন নাহার সুমি

0 comments:

Post a Comment