Friday, May 4, 2012

ওজিল ও আমলা

1 comments
আজ আপনাদের দুজন চমৎকার মুসলিম খেলোয়াড়ের সাথে নতুন করে পরিচয় করিয়ে দেব।
উপরের ছবিতে যাকে দেখছেন, তিনি স্পেনের বিখ্যাত ফুটবল ক্লাব রিয়েল মাদ্রিদ ও জার্মানির হয়ে খেলা মুসলিম খেলোয়াড় ওজিল। ওজিল জন্মগত ভাবে একজন তুর্কি মুসলিম। আভিজাত্যর মধ্যে থেকেও ওজিল ভুলেননি সৃষ্টিকর্তা আল্লাকে।এখনও প্রতি ম্যাচে মাঠে নামার আগে ওজিল নফল নামায আর কোরআন শরীফ পড়ে মাঠে নামেন, খেলা শুরু হবার আগে মাঠেই মোনাজাত করেন।

নিচের ছবিতে যাকে দেখছেন, তিনি দক্ষিন আফ্রিকার সময়ের অন্যতম সেরা খেলোয়াড় হাশিম আমলা, সাথে রয়েছেন দক্ষিন আফ্রিকার আরেক ব্যাটসম্যান জ্যাক ক্যালিসের। ইসলামকে পরিপূর্ণভাবে মানার চেষ্টা করেন আমলা। মুসলমানদের ইঙ্গিত করে উনাকে "সন্ত্রাসী" আখ্যা দেওয়ায় তিনি এক টিভি কমেন্টেটর এর বিরুদ্ধে মুসলিম বিদ্বেষের অভিযোগ ও আনেন। তিনি রোজার রাখার জন্য ও এক সফর থেকে নিজেকে প্রত্যাহার করে নেন একবার। আইপিলে লাভের অংশ থেকে টাকা দেওয়ার কিছু নিয়ম নীতি মুসলিম বিধানের সাথে সাংঘর্শিক হওয়াতে তিনি আইপিএল এর মতো বিপুল টাকার এই আসর থেকে নিজেকে দূরে রেখেছেন। এখন ছবিতে ভালো করে লক্ষ্য করুন। ছবিতে দেখা যাচ্ছে ক্যালিসের জার্সিতে ক্যাসল নামক একটি বিয়ার কোম্পানির লোগো থাকলেও আমলার জার্সিতে তা অনুপস্থিত। কারন ইসলামে মদ জাতীয় যেকোন পানিয়র বিক্রি, তৈরি এমনকি তার প্রচার সম্পুর্ন নিষিদ্ধ। আর তাই আমলা দক্ষিন আফ্রিকা ক্রিকেট বোর্ড ও দক্ষিন আফ্রিকা ব্রিউয়ার্স এর অনুমতি নিয়ে ক্যাসল এর লোগো তার জার্সিতে লাগান না।অবশ্য এ জন্য তাকে প্রতি মাসে ৫০০ ডলার করে জরিমানা গুনতে হয়।

[পোস্টটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে,তাদের দেখার সুযোগ করে দিন ]

1 comments:

Post a Comment