Thursday, May 10, 2012

মাডিরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, পর্তুগাল

0 comments
এটা পর্তুগালের ফুনচাল এলাকাতে অবস্হিত। ১৯৬৪ সালে যখন প্রথম তৈরী করা হয় তখন এটার রানওয়ের দৈর্ঘ ছিল ১৬০০ মিটার যা মাঝারি প্লেনের জন্যও ছোট ছিল।
১৯৭৭ সালে একটা ৭২৭ বোয়িং রানওয়ের দৈর্ঘ্য কম হওয়ার দরুন এখানে দুর্ঘটনায় পড়ে আর ১৩১ জন আরোহী নিহত হন। তখন কতৃপক্ষের টনক নড়ে। ৮ বছরে এটার রানওয়ের দৈর্ঘ্য ২০০ মিটার বাড়ানো হয় আর ২০০০ সালের মধ্যে এটার রানওয়ে লম্বায় আগের দ্বিগুন করা হয়। তবে মজার ব্যাপার হল এই লম্বায় বাড়ানোটা সম্পুর্ণ করা হয় শ্রেফ পিলারের উপর, কোন মাটি ভরাট করে নয়। মোট ১৮০ টা কংক্রীট পিলার দেয়া হয় আর প্রত্যেকটা পিলার ২২০ ফিট উচু করে বানানো হয় আর তার উপর দাড়িয়ে থাকে রানওয়ের অতিরিক্ত দৈর্ঘ্যটুকু।



এই অপুর্ব নির্মান কাজের জন্য ২০০৪ সালে এটা International Association of Bridge and Structural Enfineering (IABSE) এর পুরষ্কার লাভ করে।

লিখেছেন: ঢাকাবাসী

0 comments:

Post a Comment