প্রতিদিন সকালে নরম টুথব্রাশ দিয়ে ঘষে ঠোঁটের মরা চামড়াগুলো তুলে ফেলুন। ঠোঁটো আর্দ্রতা ধরে রাখতে লিপবাম ব্যবহার করুন।
দাঁত দিয়ে কখনোই ঠোঁট কামড়াবেন না। এতে করে ঠোঁটের মরা চামড়া উঠে আসে এবং ঠোঁট আরও শুষ্ক ও খসখসে হয়ে যায়।
লিপস্টিক লাগানোর আগে অবশ্যই ঠোঁটে লিপবাম দিয়ে নিবেন। এতে করে কোমল ঠোঁটকে লিপস্টিকের কৃত্রিম রঙের পার্শ্ব প্রতিক্রিয়া থেকে রক্ষা করবে লিপ বাম।
শাক-সবজি ও প্রচুর ফলমূল খান সবসময়। ভিটামিন শরীর ও ঠোঁটের জন্য খুবই ভালো।
প্রচুর পরিমাণে পানি পান করুন।
সবসময় ঠোঁট আর্দ্র রাখতে লিপবাম ব্যবহার করুন।
রাতের বেলায় ঘুমাতে যাওয়ার আগে ভালো করে ঠোঁটে পানি দিয়ে পরিষ্কার করে ভেসলিন অথবা লিপবাম ব্যবহার করুন। এতে করে আপনার ঠোঁটের প্রয়োজনীয় আর্দ্রতা বজায় থাকবে এবং প্রতিদিন সকালে আপনি অনুভব করবেন নরম, কোমল এবং মসৃণ ঠোঁট।
ইত্তেফাক
0 comments:
Post a Comment