১ অক্টোবর বিশ্ব প্রবীণ দিবস। সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সঙ্গে দিবসটি পালন করা হয়।
বিশ্ব স্বাস্থ্যসংস্থার তথ্যমতে, সারাবিশ্বে বর্তমানে ৬০ বছরের ঊর্ধ্বের ৬০ কোটি প্রবীণ রয়েছেন। ২০২৫ সালের মধ্যে এ সংখ্যা দ্বিগুণ হবে। আর ২০৫০ সালের মধ্যে তাদের সংখ্যা ২০০ কোটিতে পৌঁছবে বলে ধারনা করছে বিশ্ব স্বাস্থ্যসংস্থা।সংস্থাটি জানিয়েছে উন্নয়নশীল দেশের চেয়ে উন্নত দেশেই প্রবীণদের সংখ্যা বেশি রয়েছে এবং আরো বাড়বে। বয়স্ক ভাতা বৃদ্ধি, স্বাস্থ্য সুবিধা প্রদান, যানবাহনে অগ্রাধিকার এবং সামাজিকভাবে মূল্যায়নের দাবি জানান বাংলাদেশের প্রবীণরা। একই সঙ্গে তাদের সমাজে যথাযথ সম্মান নিয়ে বেঁচে থাকতে জ্যেষ্ঠ নাগরিক হিসেবে ঘোষণার দাবি জানিয়েছেন। বাংলাদেশে বাজেটের ১৫ ভাগের ১ ভাগ প্রবীণদের জন্যে বরাদ্দের কথা থাকলেও তার ১ ভাগও বরাদ্দ দেয়া হয় না বলে প্রবীণ সংগঠনগুলো অভিযোগ করেছে। আর ঢাকাসহ সারাদেশের রাস্তাঘাটে প্রবীণদের রিকশাচালানোসহ নানা পরিশ্রমের কাজে দেখা যায়। অনেক প্রবীণ সন্তানদের কাছে আশ্রয় না পেয়ে ওল্ড হোমে থাকছেন। বাংলাদেশে এখনো তাদের জন্য শেষ বয়সে ভালোভাবে কাটানোর মতো কোন সামাজিক নিরাপত্তা ব্যবস্থা তৈরি হযনি।
0 comments:
Post a Comment