Monday, November 25, 2013

আন্তর্জাতিক বিশ্ব নারী নির্যাতন প্রতিরোধ দিবস

0 comments
২৫ নভেম্বর ২০১৩ ৷ ক্যালেন্ডারের আর পাঁচটা দিনের থেকে এই তারিখটা একটু আলাদা ও গুরুত্বপূর্ণ৷ কারণ এই দিনটাকে পালন করা হয় ‘ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ বা আন্তর্জাতিক বিশ্ব নারী নির্যাতন প্রতিরোধ দিবস হিসেবে৷ প্রত্যেকবছর সম্মিলিত জাতিপুঞ্জের নারী নির্যাতন প্রতিরোধক শাখা এদিন থেকে টানা ১০ দিন ব্যাপী নির্যাতন প্রতিরোধক নানা রকমের কর্মসূচি পালন করে ৷ দীর্ঘ কয়েকবছর ধরে নানান পদ্ধতিতে জনমানসে সচেতনতা বৃদ্ধির চেষ্টা চালিয়ে যাচ্ছে এই শাখা ৷

নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৯৮১ সালে লাতিন আমেরিকায় নারীদের এক সম্মেলনে ২৫ নভেম্বর আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস পালনের ঘোষণা দেওয়া হয়। ১৯৯৩ সালে ভিয়েনায় বিশ্ব মানবাধিকার সম্মেলন দিবসটিকে স্বীকৃতি দেয়। জাতিসংঘ দিবসটি পালনের আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় ১৯৯৯ সালের ১৭ ডিসেম্বর। বাংলাদেশে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উদ্যাপন কমিটি ১৯৯৭ সাল থেকে এই দিবস ও পক্ষ পালন করছে।

রাতের অন্ধকার ,বা দিনের আলো, মেয়েরা নিরাপদ নয়৷ পুরুষের লালসা ও নির্যাতনের শিকার বস্তুতে পরিণত হয়েছেন তারা ৷ প্রত্যেক ঘরে প্রত্যেক দিনে তাই কারোর পরিনতি হচ্ছে নির্ভয়ার মতন, তো কারোর জ্যোতি উদয়ের মতন৷ প্রত্যেকদিনই প্রায় বধূহত্যা বা কন্যা সন্তান হত্যার ঘটনা শুনতে পাওয়া যায়৷ নারী নির্যাতন প্রতিরোধ দিবসে প্রশ্ন একটাই থাকে এটাকি শুধুমাত্র একটা তারিখ একটা দিবসেই আটকে থাকবে? নাকি চোখ খুলবে সমাজের? যেখানে দাঁড়িয়ে প্রকৃত অর্থে সমস্ত নারীরা মুক্ত হবে নির্যাতনের হাত থেকে৷

0 comments:

Post a Comment