
একুশে আগষ্টের গ্রেনেড হামলা মামলায় এক ভুক্তভোগী জজ মিয়া। যাকে নিয়ে সাজানো হয় টেব্যু নাটক। কি ছিল সেই নাটকের উপজীব্য, তা নিয়ে বাংলাদেশ প্রতিদিনের সাংবাদিক সাখাওয়াত কাওসার ও মাহবুব মমতাজী সাক্ষাৎকার নেন জজ মিয়ার। যা এই ব্লগে টুকে রাখা হলো।
‘নির্মম নির্যাতন ও ক্রসফায়ারের হুমকিতে আমাকে একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি করা হয়। ওদের নির্যাতন আমি সইতে পারছিলাম না। নির্যাতনের একেকটি দিন ছিল বিভীষিকাময়। স্মরণ করলেই গা শিউরে ওঠে। নিজেকে স্থির রাখতে পারি না। ওদের নির্যাতনে আমার এক হাত ভেঙে যায়। এখনো...