Thursday, August 15, 2019

চীনে কমছে নারীর সংখ্যা

0 comments
দক্ষিণ এশিয়ার বিশাল জনসংখ্যার দেশ চীন। ১৪০ কোটি মানুষের বসবাস। বিশাল জনসংখ্যার দেশ হলেও সেখানে রয়েছে বিয়ের জন্য নারীর সংকট।

দীর্ঘদিন এক সন্তান নীতিতে চলা এবং ছেলে সন্তান আকাঙ্ক্ষায় অবৈধ গর্ভপাতের কারণে চীনে নারী-পুরুষের অনুপাতে তারতম্য বিরাজ করছে। সেখানে নারীর তুলনায় বেড়ে গেছে পুরুষের সংখ্যা। এখন প্রতি ১০০টি মেয়ে শিশুর বিপরীতে জন্ম নিচ্ছে ১১৪টি ছেলে শিশু। 
 
একটি সমীক্ষায় দেখা গেছে, বিয়ের পাত্রী সংকটের কাণে চীনের গ্রামগুলোতে ২০ থেকে ৪৫ বছরের প্রায় দুই কোটি অবিবাহিত যুবক রয়েছে। বিষয়টা এমন পর্যায় পৌঁছতে চলেছে যে, ২০২০ সালে অবিবাহিত যুবকের সংখ্যা দাঁড়াবে তিন কোটিতে।
 
অভিযোগ উঠেছে, চীন সীমান্তে অবস্থিত ভিয়েতনামের উত্তরাঞ্চলের প্রত্যন্ত পাহাড়ি গ্রামগুলো থেকে মাঝে-মধ্যে তরুণীরা হারিয়ে যায়। তাদের অধিকাংশই আর কখনো ফিরে আসে না। 
 
প্লান ইন্টারন্যাশনালের মতে, এই তরুণীদের চীনে পাচারের জন্য অপহরণ করা হয়। ভিয়েতনামের তরুণীদের বধূ হিসেবে পেতে তাদের ক্রয় করে নেয় চীনের তরুণরা। 
 


0 comments:

Post a Comment