
ছোট ছোট স্বপ্ন তাঁর; আকাশ ছোঁয়ার সাধও নেই।
খুব বেশি কাজ করার ইচ্ছাও করে না তাঁর। যে কাজটুকু করতে চান, সেটুকু ভালোভাবে করতে পারলেই তিনি খুশি থাকেন।
মনপুরার মিলি জানালেন কথাগুলো।
মনপুরা যখন আকাশচুম্বী ব্যবসায়িক সাফল্য পেল, তখনো মিলি স্বাভাবিক,
এ নিয়ে খুব হইচই করেননি। বাইরে বেরিয়েছেন খুব স্বাভাবিকভাবেই।
অনেকেই মিলিকে দেখেছেন আর বলেছেন, আপনি সেই পরি?
মিলি মাথা নেড়ে সম্মতি দেন, কখনো এক চিলতে হাসি ফুটে ওঠে মুখে। এতটুকুই।
ফেইসবুকে যখন শত শত বন্ধু অভিনন্দন জানাচ্ছে, তখনো মিলি এ নিয়ে মাতামাতি করেননি।...