Thursday, November 26, 2009

জুলফি পানচিল

0 comments

নামটি আমার বলি - জুলফি পানচিল
ইংরেজিতে বলি - Whiskered Tern
বৈজ্ঞানিক নাম - Chlidonias hybridus

দেখতে আমি যেমন - আকারে প্রায় ২৮সে.মি। গাল ও গলা সাদা কিন্তু মাথার উপর থেকে চোখ বরাবর হয়ে ঘাড় পর্যন্ত কালো,ধুসর সাদা রংয়ের শরীর, সিঁদুরে লাল ছোট পা আর ঠোঁট। ডানার বড় পালকগুলো কয়েকটা কালো রংয়ের হয়।
মজার ব্যাপার কী জানো, শীতকালে মাথা ও কপালের কালো রং ধিরে ধিরে হালকা হতে থাকে আর গায়ের রং হয়ে উঠে শুভ্র।

যেথায় আমার বাস-নিবাস - আমি মূলতো শীতের পাখি তবে শীত শেষে কেউ কেউ তোমাদের দেশে থেকেও যায়।জলাভূমি,নদীর চড় বা হাওর বাওরে আমার দেখা মিলে।
আমার খাবার মেন্যু - পোকা-মাকড়,কাঁকড়া,ছোট মাছ,ব্যাঙ আমার খুব প্রিয় খাবার,আমি উড়ন্ত অবস্থায় শিকার ধরতে পারি।





0 comments:

Post a Comment