লিখেছেন : সোমা
নামটি আমার বলি - নীলকন্ঠি
ইংরেজিতে বলি - Indian Roller
বৈজ্ঞানিক নাম - Coracias benghalensis
আমার যত নাম - নীলকন্ঠ,নীলকন্ঠি
দেখতে আমি যেমন - আকারে প্রায় ৩১সে.মি। আমার মেয়ে পাখি আর ছেলে পাখি দেখতে প্রায় একই রকম,বাদামী পিঠ,ডানায় গাঢ় নীল আর আকাশি নীলের খেলা ,লেজের দিকটাতেও তেমনি। মাথা,ঘাড়,গলা আর বুক আকাশনীল,চোখ,ঠোঁট কালো আর পা দু’খানা হালকা হলুদ।।
যেথায় আমার বাস-নিবাস - অগভীর বন আমার বসবাসের জন্য পছন্দ,,তোমাদের এই ভারতীয় উপমহাদেশেই আমার বিচরণ বেশি।
আমার খাবার মেন্যু – - প্রধানত পোকা-মাকড়।
যেভাবে আমি ডাকি - খাক ... কাক...কাক।
প্রজনন সময় -মার্চ থেকে মে। ডিম সংখ্যা -৩-৪ টি।
0 comments:
Post a Comment