স্কার্ট (ইংরেজি ভাষায়:
Skirt) হচ্ছে মেয়েদের পরিহিত এক প্রকার বস্ত্র। স্কার্ট অনেকরকম হয়ে থাকে। স্থানভোদে এর নামও হয়ে থাকে একেকরকম। তবে ডিজাইনারদের ভাষায় স্কার্ট চার ধরনের- মিনি, লং, পেন্সিল এবং ফ্লোটিং। এদের মধ্যে মিনি স্কার্টের প্রচলন আমাদের দেশে নেই বললেই চলে। আমাদের দেশে স্কার্ট বলতে লং স্কার্টকেই বুঝায়। এটা হতে পারে জিন্স কিংবা অন্য কোনো কাপড়ে গড়া ইংলিশ স্টাইলের। অথবা ভারতের রাজস্থানী স্টাইলের নন্দিনী। ইংলিশ স্টাইলের ফ্লোটিং স্কার্ট আমাদের দেশে সাধারন মানুষের মাঝে খুব একটা জনপ্রিয় নয়। এধরনের স্কার্ট সেলিব্রেটিদের মাঝেই জনপ্রিয়। তবে ভারতী স্টাইলের লং স্কার্ট জনপ্রিয়তা পাচ্ছে দ্রুত। দেশী ফ্যাশনহাউসগুলো এই স্কার্টগুলো তৈরি হচ্ছে দেশী ঐতিহ্য মিশিয়ে। জড়ি-পুতির কাজে এধরনের স্কার্ট এখন উচ্চবিত্ত-মধ্যবিত্ত সব স্তরেই সমাদৃত। এই দুই ধরনের বাইরে পেন্সিল এবং ফ্লোয়িং ধরন দুটি তেমন একটা জনপ্রিয়তা পায়নি। তবে ডেনিম কাপড়ের পেনসিল স্কার্ট আমাদের দেশের অনেক মেয়ে ঘরে পড়ে থাকে।
Long Skirts
Short Skirt
Pencil Skirt
Floating Skirts
0 comments:
Post a Comment