Monday, June 18, 2012

শবে মিরাজ

0 comments
শবে মিরাজ। মহানবী হজরত মুহাম্মদ (স.)-এর জীবনের অন্যতম তাত্পর্যপূর্ণ দিন। এই দিনেই বিশ্বনবী মহান আল্লাহর সান্নিধ্য লাভ করেছিলেন। আল্লাহর সঙ্গে দেখা করে মহানবী (সা.) পাঁচ ওয়াক্ত নামাজের আদেশসহ বিভিন্ন ইসলামি বিধি-বিধান পৃথিবীতে নিয়ে আসেন।

‘মিরাজ’ শব্দের অর্থ ঊর্ধ্বগমন। মহানবী হজরত মুহাম্মদ (সা.) এই রাতেই আল্লাহ-প্রদত্ত বাহনে চড়ে ঊর্ধ্বে গমন করে আল্লাহ-রাব্বুল আলামিনের সান্নিধ্য পেয়েছিলেন। এই সফরে সপ্তম আসমান পর্যন্ত মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর সঙ্গে ছিলেন জিবরাইল (আ.)। সপ্তম আসমানের পর রাসুল (সা.) ফেরেশতা জিবরাইল (আ.)-কে রেখে আল্লাহ প্রদত্ত আরও একটি বাহনে চড়ে আল্লাহর সঙ্গে দেখা করতে যান। আল্লাহর সঙ্গে মহানবীর অনেক কথা-বার্তা হয়।
মিরাজে গমনের পথে মহানবী (সা.)-এর সঙ্গে অনেক পূর্ববর্তী নবী-রাসুলের সাক্ষাত্ হয়েছিল। বায়তুল মোকাদ্দেসে হজরত মুহাম্মদ (সা.)-এর ইমামতিতে নামাজ আদায় করেছিলেন অন্যসব নবী-রাসুল।
মহানবী হজরত মুহাম্মদ (সা.) মিরাজ থেকে ফিরে হজরত আবু বকর (রা.)-কে এই ঘটনা সম্পর্কে বলেছিলেন।

0 comments:

Post a Comment