Tuesday, June 19, 2012

পাঠ - ১

0 comments

প্রশ্ন:সিলেটে প্রচুর চা জন্মাবার কারণ কী?


উত্তর: পাহাড় ও প্রচুর বৃষ্টি


প্রশ্ন:বাংলাদেশে প্রথম রাবার চাষ আরম্ভ হয় কবে?


উত্তর: ১৯৫৫ সালে


প্রশ্ন:জুলি ও কুরি বিশ্ববিখ্যাত কী? উত্তর: বৈজ্ঞানিক


প্রশ্ন:ইসলামের প্রথম খলিফার নাম কী? উত্তর: হযরত আবু বকর (রাঃ)


প্রশ্ন:কোথায় দিন রাত্রি সর্বদা সমান ? উত্তর: নিরক্ষরেখায়


প্রশ্ন:বায়ুতে কার্বন ডাই-অক্সসাইডের পরিমান কত?


উত্তর: ০.০৩%


প্রশ্ন:রুপাইয়া কোন দেশের মুদ্রার নাম?


উত্তর: ইন্দোনেশিয়া


প্রশ্ন:কান্তজীর মন্দির কোন জেলায় অবস্থিত?


উত্তর: দিনাজপুর


প্রশ্ন:স্ট্যাচু অব লিবার্টি কোথায় অবস্থিত?


উত্তর: নিউইর্য়কে


প্রশ্ন:সার্কভুক্ত দেশের মধ্যে শিক্ষিতের হার সর্বাধিক কোন দেশে?


উত্তর: শ্রীলংকায়


প্রশ্ন:ক্রিকেট পিচের দৈর্ঘ্য কত?


উত্তর: ২২ গজ


প্রশ্ন:মনপুরা-৭০ কী?


উত্তর: একটি চিত্রশিল্প


প্রশ্ন:ইরাটম কী?


উত্তর: উন্নত জাতের ধান


প্রশ্ন:স্বাধীন বাংলাদেশের প্রথম বাজেট কে পেশ করেন?


উত্তর: তাজ উদ্দিন আহমেদ


প্রশ্ন:বাংলাদেশ WTO- এর সদস্যপদ লাভ করে কত সালে? উত্তর: ১৯৯৫ সালে


প্রশ্ন:ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলার সংখ্যা কয়টি? উত্তর: ৩২টি


প্রশ্ন:মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রানালয় গঠিত হয় কত সালে?


উত্তর: ২০০১ সালে


প্রশ্ন:বাংলাদেশে প্রথম ডিজিটলি টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়? উত্তর: ৪, জানুয়ারি ১৯৯০


প্রশ্ন:বাংলাদেশের একমাত্র পাহাড়ী দ্বীপের নাম কী?


উত্তর: মহেশখালি


প্রশ্ন:গোল্ডেন ট্রায়াঙ্গাল কী?


উত্তর: মিয়ানমার-লাওস-থাইল্যান্ডের মধ্যকার মাদকদব্য উত্পাদনকারী অঞ্চল


প্রশ্ন: বঙ্গোপসাগর ও মান্নার উপসাগরকে সংযুক্ত করেছে কোন প্রনালী?


উত্তর: পক প্রনালী


প্রশ্ন:টিয়ার্স অব ফায়ার্স কী?


উত্তর: মুক্তিযুদ্ধ ভিত্তিক তথ্য চিত্র


প্রশ্ন:রাষ্ট্র পরিচালনার মূলনীতি আছে সংবিধানের কোন অনুচ্ছেদে?


উত্তর: ৮ নং


প্রশ্ন: দেশে বর্তমানে চা বাগান আছে কয়টি?


উত্তর: ১৬৩টি


২৫. বাংলাদেশের একমাত্র মাত্স্য মিউজিয়াম কোথায় অবস্থিত?


উত্তর: বাকৃবি (ময়মনসিংহ)


► বৃহত্তম সৌরশক্তিচালিত নৌকার নাম? এম টুরানোর প্লানেট সোলার
► পাকিস্তান প্রথম বারের মতো কোন কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপন করে? পাকসটি-১
► বিশ্বের বৃহত্তম ভিডিও গেমস মেলা কোথায় অনুষ্ঠিত হয়? কোলন, জার্মানি
► দ্যা গুড মুসলিম উপন্যাসের লেখক কে? তাহমিমা আনাম
► দ্য লাকুনা উপন্যাসের লেখক কে? বারবারা কিংসলভার , যুক্তরাস্ট্র
... ► বিশ্ব বানিজ্য রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? বিশ্ব বানিজ্য সংস্থ্যা
► বিশ্ব হেপাটাইটিস দিবস? ৩০ জুলাই
► বিশ্বের বনভুমির পরিমান সবচেয়ে বেশি? রাশিয়া
► আদিবাসী সংক্রান্ত বিশ্ব সম্মেলন অনুষ্ঠিত হবে? ২০১৪ সালে


► বিশ্বের একমাত্র কম্পিউটার জাদুঘরটি অবস্থিত যুক্তরাষ্ট্রের আটলান্টায়।
► বাংলাদেশে স্থাপিত প্রথম কম্পিউটারের নাম 'IBM 1620'.
► বাংলাদেশে প্রথম কম্পিউটার স্থাপিত হয় ১৯৬৪ সালে, বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে।
► ফটোকপি মেশিন কাজ করে পোলারয়েড ফটোগ্রাফী পদ্ধতিতে।
► মানবদেহে শতকরা ৪% খনিজ লবন থাকে।
► আর্দ্রতা পরিমাপক যন্ত্রের নাম হাইগ্রোমিটার।
► সমুদ্রে তেল অপসারণের কাজে ব্যবহৃত হয় সুপার বাগ।
► OMR এর পূর্ণরুপ Optical Mark Reader.
► আমলকিতে থাকে অক্সালিক এসিড।
► আঙ্গুরে থাকে টারটারিক এসিড।
► ২৬ জানুয়ারী ২০১২ কোন স্থাপনাটির ১২৫তম বর্ষপূর্তি হয়? - আইফেল টাওয়ার।
► ট্রাফালগার স্কয়ার কোথায় অবস্থিত? - লন্ডন, যুক্তরাজ্য।
► ৩০ মার্চ ২০১২ মার্কিন যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যের সিনেটে ২৬ মার্চকে "বাংলাদেশ ডে" হিসেবে পালনের জন্য বিল পাশ হয়? - নিউইয়র্ক।

0 comments:

Post a Comment