Sunday, June 3, 2012

ট্রানজিট অব ভেনাস ওভার দ্য সান

0 comments
এটা একটা গ্রহণ, কিন্তু এই গ্রহনে সূর্য একদম ঢেকে যাবে না বরং তার গায়ে ফুটে উঠবে একটি ভয়ংকর সুন্দর চলমান কালো বিন্দু। এ রকম ঘটনা ঘটে ১০৫ বছর পর পর।
শুক্র গ্রহ তার কক্ষপথে চলার সময় যখন পৃথিবী, শুক্র ও সূর্য একই সরল রেখায় চলে আসে, তখনই চাঁদের কলঙ্কের মতো সূর্যের কলঙ্কের ঘটনা ঘটে। একে শুক্র গ্রহের ট্রানজিট বা অতিক্রমণ বলা হয়ে থাকে। সূর্যের ওপর দিয়ে যখন শুক্র চলে যাবে, তখন সূর্যের উজ্জ্বলতা কিছুটা হলেও কমবে। এই সুযোগ কাজে লাগিয়ে অন্য গ্রহরে অস্তিত্ব অনুসন্ধান করেন নাসার বিজ্ঞানীরা। এই ঘটনায় সমুদ্রে পানির উচ্চতা কিছুটা বৃদ্ধির কথা বিভিন্ন উত্স থেকে বলা হয়।

0 comments:

Post a Comment