Tuesday, June 19, 2012

মার্ক অ্যান্টনি

0 comments
মার্ক অ্যান্টনি ছিলেন রোমান যুদ্ধবিশারদ এবং রাজনীতিবিদ। জুলিয়াস সিজারের সমর্থন পেয়ে তিনি খ্যাতিমান ও ক্ষমতাধর হয়ে ওঠেন। তিনি সিজারকে সহায়তা করেন খ্রিস্টপূর্ব '৪৮ সালে ফারসেলাস যুদ্ধক্ষেত্রে রাজনৈতিক শত্রু পক্ষকে পরাজিত করার মাধ্যমে। সিজার খুন হওয়ার চার বছর পর অ্যান্টনিয়াস প্রধান ভূমিকা পালন করেন এবং অভিযুক্ত প্রধান গুপ্ত ঘাতক ব্রুটাস ও ক্যাসিয়াসকে ফিলিপিতে পরাস্ত করেন। রোমান সাম্রাজ্যে মার্ক অ্যান্টনি সে সময় খুবই শক্ত অবস্থানে ছিলেন। তিনি সিজার পোষ্যপুত্র অক্টাভিয়ান এবং জেনারেল ইমিলিয়াস লেপিডাসের সঙ্গে রোমান সাম্রাজ্যের শাসনভার ভাগ করে নিলেন। তিনি অক্টাভিয়ানের বোনকে বিয়ে করেন। পরবর্তীতে মিসরের রানী ক্লিওপেট্রার সঙ্গে তার প্রেমের সম্পর্ক অ্যান্টনির জীবনে সর্বনাশের কারণ হয়ে দাঁড়ায়। ক্লিওপেট্রার জন্য অ্যান্টনিয়াস তার স্ত্রীকে পরিত্যাগ করে চলে যান। বোনকে এমনি অপমান করার জন্য অক্টাভিয়ান প্রচণ্ড রাগান্বিত ও বেদনার্থ হন।

সমুদ্রপথে অ্যান্টনিয়াস ক্লিওপেট্রার কাছে যাচ্ছিলেন তা জানতে পেরে অক্টাভিয়ান তাকে অনুসরণ করে পূর্বদিকে অগ্রসর হতে থাকেন এবং হাতের নাগালে পেয়েও যান। খ্রিস্টপূর্ব ৩১ সালে অ্যান্টনিয়াস এবং ক্লিওপেট্রার সম্মিলিত নৌবাহিনীকে অ্যাকটিয়ামে সমুদ্রযুদ্ধে ধ্বংস করে দেন। মার্ক অ্যান্টনি পরাজয় মেনে নিতে না পেরে লজ্জায় আত্দহত্যা করেন। * জেরিন আকতার

0 comments:

Post a Comment