Saturday, November 14, 2009

দেশে প্রথম কুকুর শুমারি

0 comments
দেশে প্রথমবারের মত কুকুর শুমারি শুরম্ন হয়েছে। পশু সম্পদ অদিদপ্তর অন্যান্য পশু প্রাণীর সাথে কুকুর শুমারি করছে। ঝিনাইদহ জেলা পশু সম্পদ দপ্তর সূত্রে জানা যায়, কালীগঞ্জ উপজেলায় কুকুরের সংখ্যা ৪ হাজার ৫শ' ৩টি। এর মধ্যে বেওয়ারিশ কুকুরের সংখ্যা ৩ হাজার ৬শ' ৩৮টি। বাকি ৮শ' ৬৫টি পোষা কুকুর। কোটচাঁদপুর উপজেলায় মোট কুকুরের সংখ্যা ৪ হাজার ৫শ' ৭৫টি। এর মধ্যে ৫৭টি পোষা এবং বাকি ৪ হাজার ৫শ' ১৮টি বেওয়ারিশ। মহেশপুর উপজেলায় মোট কুকুরের সংখ্যা ৫ হাজার ৪শ' ৮৬টি। এরমধ্যে বেওয়ারিশ ৪ হাজার ৮শ' ৫১টি এবং পোষা ৬শ' ৩৫টি। হরিণাকুন্ডু উপজেলায় দু'হাজার ৫শ' ৬৩টি। এর মধ্যে বেওয়ারিশ দুই হাজার ৪৩টি এবং পোষা ৫শ' ২০টি। শৈলকুপা উপজেলায় ৫ হাজার ৭শ' ৪৬টি। এরমধ্যে বেওয়ারিশ ৮শ' ১২টি এবং পোষা ৪ হাজার ৯শ' ৩৪টি। এ উপজেলায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আরো বেশি হবে। ঝিনাইদহ সদর উপজেলায় মোট কুকুরের সংখ্যা ৮ হাজার একশ' ১৮টি। এরমধ্যে বেওয়ারিশ ২ হাজার একশ' ৬৭টি এবং পোষা ৫ হাজার ৯শ' ৫১টি। এ উপজেলায় বেওয়ারিশ কুকুরের সংখ্যা আরো বেশি হওয়ার কথা।

কুকুর প্রভুভক্ত প্রাণী হলেও জলাতংক রোগের প্রধান বাহক। পাগলা কুকুরে কামড়ালে এআরভি ভ্যাকসিন না নিলে মানুষ জলাতংক রোগে আক্রানত্দ হয়ে থাকে। পোষা কুকুরকে জলাতংকের আক্রমণ প্রতিরোধের জন্য প্রতি বছর এআরভি ভ্যাকসিন দিতে হয়। হাতেগোনা কয়েকজন ছাড়া পোষা কুকুরের মালিকেরা এআরভি ভ্যাকসিন দেয় না। পৌরসভা এলাকাতে বেওয়ারিশ কুকুর নিধনের বিধান আছে। কিন্তু গ্রাম এলাকায় বেওয়ারিশ কুকুর নিধন করা হয় না। পশু সম্পদ দপ্তর সূত্রে জানা যায়, এবার প্রথম কুকুর ছাড়াও ঘোড়া শুমারি করা হচ্ছে। তবে আগে থেকেই দেশে গরম্ন, মহিষ, ছাগল, ভেড়া, হাঁস, মুরগি ও কবুতর শুমারি হয়ে আসছে।

0 comments:

Post a Comment