Monday, April 19, 2010

চোখগেলো

0 comments
লিখেছেন : সোমা
নামটি আমার বলি - চোখগেলো
ইংরেজিতে বলি -Common Hawk Cuckoo
বৈজ্ঞানিক নাম - Cuculus varius

আমার যত নাম – চোখগেলো,পিউকাহা,
দেখতে আমি যেমন - আকারে ৩৫সেমি লম্বা। আমরা মেয়ে পাখি আর ছেলে পাখি দেখতে প্রায় একই রকম। পিঠ,পাখা আর লেজের উপরের অংশ মেটে ধূসর।গলা,বুক আর লেজের নিচের অংশ বাদামী বর্ণের,চোখে হলুদ বৃত্তের মাঝে কালো ফোঁটা,পা হলুদ,লেজ খানিকটা লম্বা।
যেথায় আমার বাস-নিবাস - আমি ভারতীয় উপমহাদেশের পাখি।
আমার খাবার মেন্যু - পোকা-মাকড়। ছবিতে দেখতেই পাচ্ছো শূয়োপোকা খেতে আমি কত্ত ভালোবাসি
যভোবে আমি ডাকি - পি পিইই হা বা পিউউ কাহা

0 comments:

Post a Comment