
মোগল সম্রাট আকবর বারো ভূঁইয়াদের দমন করে বাংলা দখল করেন ১৫৭৫ সালে। ভূইয়ারা বশ্যতা স্বীকার না করে মোগল শাসনের বিরুদ্ধে বিদ্রোহ করেন। বিদ্রোহীদের মধ্যে ছিলেন ঢাকার সোনারগাঁয়ের ঈসা খাঁর পুত্র মুসা খাঁ, যশোরের রাজা প্রতাপাদিত্য, বাকলার রাজা রামচন্দ্র রায়। পরবর্তী সময় শাসক সুবেদার ইসলাম খান ১৬১২ সালের এপ্রিল মাসে বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন। শুরু হয় রাজধানী ঢাকার আনুষ্ঠানিক যাত্রা। মোগল আমলের একটি ব্যতিক্রমধর্মী স্থাপত্যের নিদর্শন হচ্ছে ধানমণ্ডির আবাসিক এলাকার সাতমসজিদ রোডের ৭/এ-তে...