Friday, June 4, 2010

ফকল্যান্ড

0 comments
আর্জেন্টিনা হতে ২১২ মাইল পূর্বে দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত ফকল্যান্ড একটি দ্বীপ। এর রাজধানী সেন্টলি এবং আয়তন ১২,১৭৩ বর্গ কিমি। ১৫৯২ সালে একজন ইংরেজ নাবিক প্রথম দ্বীপটি দেখলেও এর প্রায় এক শতক পর ১৬৯০ সালে ইংরেজরা এখানে প্রথম পদার্পণ করে। ১৭৬৪ সালে ফরাসিরা এখানে প্রথম বসতি স্থাপন করে। এর ২ বছর পর উপনিবেশটি স্পেনের অধীনে চলে যায় এবং এটি রাষ্ট্রীয় বিবাদের অঞ্চল হিসেবে চিহ্নিত হয়। প্রথমে এই বিবাদ চলে ব্রিটেন ও স্পেনের মধ্যে, পরে ব্রিটেন ও আর্জেন্টিনার মধ্যে। ১৮৩৩ সালে এখানে একটি নৌ সৈন্য দল প্রতিষ্ঠার মাধ্যমে যুক্তরাজ্য দ্বীপটির ওপর তার অধিকারের পক্ষে দাবি উত্থাপন শুরু করে। ১৯৮১ সালের ২ এপ্রিল আর্জেন্টিনা দ্বীপটিতে আক্রমণ চালায় এবং দ্বীপটি তাদের দখলে নিয়ে নেয়। দখল ফিরে পেতে যুদ্ধে নামে ব্রিটেন। প্রায় ৭৪ দিনব্যাপী সশস্ত্র যুদ্ধের পর ১৯৮২ সালের ১৪ জুন ফকল্যান্ড ছেড়ে দেয় আর্জেন্টিনা। তবে আর্জেন্টিনা এখনও দ্বীপটির দাবি ছাড়েনি। ব্রিটেন থেকে প্রায় ৭৭০০ মাইল দূরে অবস্থিত এই দ্বীপটি সামরিক ও অর্থনৈতিক দিক থেকে অনেক গুরুত্বপূর্ণ। ভূতাত্ত্বিকদের মতে, ফকল্যান্ডের পার্শ্ববর্তী সমুদ্রে অন্তত ৬০০০ কোটি ব্যারেল তেলের মজুদ আছে এবং এ তেলের অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন। সম্প্রতি ব্রিটেনের নেয়া এ সিদ্ধান্তের জন্য দেশ দু’টির মধ্যকার সম্পর্ক আরো ঘোলাটে হয়েছে।

0 comments:

Post a Comment