Wednesday, June 9, 2010

উমেদার

0 comments
বিভিন্ন সরকারি অফিসে বিশেষত ভূমি অফিসে একশ্রেণীর লোক দেখা যায়, যারা সরকারি কর্মচারী নয়। অথচ সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ফাইল, বালাম অনায়াসে ঘাঁটাঘাঁটি করে, এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়। ভূমি সংক্রান্ত গুরুত্বপূর্ণ ফাইল, খতিয়ান বহি, বন্দোবস্তি মামলার নথি, নামজারি জমা খারিজ মামলার নথি, ট্রেসম্যাপ, খাজনার দাখিলা, প্রতিবেদন প্রস্তুত সব ক্ষেত্রেই অবাঞ্ছিত অথচ নিয়োজিত (?) এই ব্যক্তিদের পদচারণা। এদের পরিচয় উমেদার। সরকার বা বিধিবদ্ধ কোনো প্রতিষ্ঠান এদের নিয়োগ করেনি, লাইসেন্স দেয়নি। সরকারি তহবিল থেকে এরা বেতন পায় না। অথচ দিনশেষে পকেট ভর্তি মুঠো মুঠো টাকা নিয়ে ঘরে ফিরে যায়। এদের হাতে সরকারি গুরুত্বপূর্ণ ফাইল নিরাপদ নয়। অথচ এরা বগলদাবা করে ওইসব ফাইল নথি নিয়ে ঘুরে বেড়ায়। কোনো ফাইল বা নথিতে গুরুত্বপূর্ণ কোনো কাগজ Manipulation হলে খতিয়ান বহির পাতা ছিঁড়ে গায়েব হয়ে গেলে, বন্দোবস্তির ট্রেসম্যাপে ঘষামাজা দেখা গেলে এই উমেদার নামক কর্মচারীকে (?) দায়ী করার উপায় নেই। এদের বৈধ আয়ের কোনো উৎস নেই। আমরা নসর পেয়াদার কথা জানি। অথচ এরা পেয়াদাও নয়। এই বিপজ্জনক উমেদারের হাতে প্রতিদিন প্রতিনিয়ত লাঞ্ছিত হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষকে জিম্মি করে কৌশলে অর্থ আদায় এদের প্রধান কাজ।

0 comments:

Post a Comment