Wednesday, September 12, 2012

লিপইয়ার

0 comments
যে বছর ৩৬৬ দিনে শেষ হয় অর্থাৎ যে বছরে ফেব্রুয়ারি মাস ২৮ দিনের পরিবর্তে ২৯ দিনে হয় সেই বছরটিকেই লিপইয়ার বা অধিবর্ষ বলে। আরো বিস্তৃতভাবে বলা যায়, একটি বছরকে চার দিয়ে ভাগ করলে ভাগশেষ যদি শূন্য হয় তাহলেই সেই বছরটি লিপইয়ার অর্থাৎ যে বছরটা চার দিয়ে বিভাজ্য, সেটিই লিপইয়ার। আমরা যে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহার করি তার নাম গ্রেগরিয়ান ক্যালেন্ডার এবং এই ক্যালেন্ডার মোট ৩৬৫ দিনের, যা এসেছে সূর্যের কাছ থেকে। ধরে নেওয়া হয়, পৃথিবী ৩৬৫ দিনে একবার সূর্যকে প্রদক্ষিণ করে। যদিও সূর্যকে একবার প্রদক্ষিণ করতে পৃথিবীর সময় লাগে ৩৬৫ দিন ছয় ঘণ্টা। হিসাব অনুযায়ী পৃথিবী যদি সূর্যকে প্রদক্ষিণ করতে ৩৬৫ দিন ছয় ঘণ্টা সময় নেয়, তাহলে তো লিপইয়ার হওয়ার কথা নয়। তখন হিসাব করে দেখা গেল, সূর্যকে প্রদক্ষিণ করতে পৃথিবীর আসলে সময় লাগে ৩৬৫.২৪২৫ দিন। একদম সঠিক আকারে হিসাব করে বললে দাঁড়ায় ৩৬৫ দিন ৫ ঘণ্টা ৪৯ মিনিট ১২ সেকেন্ড। এই অতিরিক্ত সময়টুকুই প্রতি চতুর্থ বছরে ফেব্রুয়ারি মাসের শেষে অতিরিক্ত একটি দিন হিসাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে আর এই অতিরিক্ত সময়ই ২৯ ফেব্রুয়ারি। সে কারণেই প্রতি চার বছরে একটি করে বছর লিপইয়ার বা অধিবর্ষ হয়।

0 comments:

Post a Comment