Tuesday, September 25, 2012

প্রধান বিচারপতি

0 comments

একটি দেশের অপরাধমূলক কাজ দমনে সে দেশের বিচারকদের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিচারকরা কেমন বিচার করেন তার ওপর অনেকাংশে নির্ভর করে সে দেশের সমাজের অপরাধের মাত্রা। ফলে প্রতিটি দেশেই যোগ্য ব্যক্তিদের বিচারক হিসেবে নিয়োগ দেওয়া হয়। আর বাংলাদেশের এই বিচারকদের মধ্যে সর্বোচ্চ বিচারক হলেন প্রধান বিচারপতি। তিনি বাংলাদেশের সুপ্রিম কোর্টের বিচারপতিদের প্রধান। বাংলাদেশের রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দিয়ে থাকেন। প্রধান বিচারপতি বিচার ব্যবস্থায় খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখেন। তিনি অন্যান্য বিচারপতিদের সঙ্গে আপিল বিভাগের এজলাসে বসে বিভিন্ন মামলার নিষ্পত্তি ও শুনানি করে থাকেন। বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি ছিলেন এএসএম সায়েম। ১৯৭৬ সালে সুপ্রিম কোর্টকে দুটি ভাগে বিভক্ত করা হয়। বিভক্ত সর্বোচ্চ আদালত দুটির নাম হয় সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। সুপ্রিম কোর্টে একজন এবং হাইকোর্টে একজন করে প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়। পরের বছর অর্থাৎ ১৯৭৭ সালে আদালত দুটিকে আবার একত্রীকরণ করা হয়। ফলে দুই বিভাগে দুজন বিচারপতির স্থলে আবার আগের মতো করে একজন প্রধান বিচারপতি নিয়োগ দেওয়া হয়। প্রধান বিচারপতিই বাংলাদেশের সংবিধান অনুযায়ী বিচারকার্য পরিচালনার সর্বোচ্চ গুরুদায়িত্ব পালন করে থাকেন। সংবিধানকে সমুন্নত রাখার কঠিন কাজটি করতে গিয়ে প্রধান বিচারপতিরা নানা বাধ্যবাধকতাময় জীবন যাপন করে থাকেন। সাধারণের জীবনযাপন বিসর্জন দিয়ে গাম্ভীর্যপূর্ণ নিয়মতান্ত্রিক ব্যক্তিগত জীবন যাপন করেন। দেশের মানুষের কাছে প্রধান বিচারপতি অত্যন্ত সম্মানের একজন ব্যক্তি।  ছবির উৎসঃ Official Web Site of Supreme Court of Bangladesh

0 comments:

Post a Comment