Wednesday, September 12, 2012

শাহি ঈদগাহ, সিলেট

0 comments
শাহি ঈদগাহ সপ্তদশ শতাব্দীতে নির্মিত সিলেটের প্রাচীন ঐতিহ্যের এক নিদর্শন। ছোট্ট টিলার ওপর কারুকার্যখচিত এ ঈদগাহ সম্রাট আওরঙ্গজেব কর্তৃক নিয়োজিত তদানীন্তন ফৌজদার ফরহাদ খাঁ নির্মাণ করেন। এখানেই হাদা মিয়া ও মাদা মিয়া ভ্রাতৃদ্বয়ের নেতৃত্বে ইংরেজবিরোধী প্রথম অভ্যুত্থান হয়েছে। ভারতের অহিংস আন্দোলনের নেতা মহাত্মা গান্ধী থেকে শুরু করে মাওলানা মোহাম্মদ আলী, কায়েদে আযম মোহাম্মদ আলী জিন্নাহ, হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং শেরেবাংলা আবুল কাশেম ফজলুল হকের মতো নেতারা এখানে দাঁড়িয়ে বক্তব্য দিয়েছেন। অতীতে সিলেটের বড় বড় সমাবেশের স্থানও ছিল এটি। শাহি ঈদগাহের মূল ভূখণ্ডে ২২টি বৃহৎ সিঁড়ি রয়েছে। ১৫টি গম্বুজ সজ্জিত ঈদগাহ। বাউন্ডারির চারপাশে রয়েছে বড় তিনটি ও ছোট সাতটি গেট। ঈদগাহের সামনে রয়েছে অজুর জন্য বিশাল পুকুর। প্রায় এক লাখ মুসলি্ল একসঙ্গে এ ঈদগাহে নামাজ আদায় করতে পারেন। এ ময়দান থেকে ১৭৮২ খ্রিস্টাব্দের মহররম মাসে দুই ধর্মীয় নেতা সৈয়দ মোহাম্মদ হাদী ও তাঁর ভাই মাহাদী তাঁদের অনুসারীসহ ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। মহররমের মিছিল করে তাঁরা এ ময়দানে আসেন এবং পরিকল্পনা করা ছিল হঠাৎ করে ব্রিটিশদের ওপর আক্রমণ করবেন। কিন্তু তৎকালীন সিলেটের কালেক্টর রবার্ট লিন্ডসে গুপ্তচরের মাধ্যমে আগের দিনই বিষয়টি জেনে ফেলেন। লিন্ডসে ওই দিন তাঁর বাহিনীসহ এ ময়দানে এসে তাঁদের আত্মসমর্পণ করতে বলেন। কিন্তু দুই ভাই ও তাঁদের অনুসারীরা অস্বীকার করেন। ফলে লিন্ডসের গুলিতে মোহাম্মদ হাদী শহীদ হন এবং মাহাদীও যুদ্ধ করে মৃত্যুবরণ করেন।
গ্রন্থনা : মাহমুদুল হাসান

0 comments:

Post a Comment