Friday, June 4, 2010

বিশ্বের প্রথম অভিধান

0 comments
প্রথম দিকে অভিধান ছিলো এক ভাষা থেকে আরেক ভাষা কি করে অনুবাদ করা যায় সে সংক্রান্ত। একই ভাষায় কোনো শব্দের বোধগম্য অর্থসংবলিত একটি যথাযথ অভিধান তৈরি হয় অনেক পরে। এদের মধ্যে সর্ব প্রথম অভিধানের নাম ‘শব্দের ব্যাখ্যা’, শব্দাংশ বিশ্লেষণ (Shuaw Wen Jieh DZU)। চীনের লউ ইয়াং-এর ঝিউশেন প্রথম এ অভিধানটি সংকলন করেছিলেন। এই চৈনিক অভিধানটি একটি পরিশ্রমসাধ্য ভাষাতাত্ত্বিক গবেষণার ফসল এবং এর ব্যবহার প্রকাশনার পর থেকে আজও পর্যন্ত বিদ্যমান। এতে ৯,৫৩৫টি শব্দ ও শব্দাংশ অন্তর্ভুক্ত করে প্রতিটিকে বিভিন্ন অংশে ভাগ করে এর অর্থ ও উচ্চারণ দেয়া হয়েছিল। পৃথিবীর প্রাচীনতম দ্বিমাত্রিক অভিধান হলো মেসোপটেমিয়ার মাটির ফলকে লেখা সুমেরীয়-আক্কাদীয় অভিধান। আনুমানিক ২০০০ খ্রিস্টপূর্বে এ অভিধান তৈরি হয়েছিল। এর প্রায় ৫০০ বছর পরে রচিত সুমেরীয়-ব্যারিলীয় হিট্রাইট অভিধান পৃথিবীর প্রথম ত্রিভাষিক অভিধান।

0 comments:

Post a Comment