Wednesday, September 12, 2012

ঢাকায় প্রথম মসজিদ - বিনত বিবির মসজিদ

0 comments
মসজিদের শহর বলা হয় ঢাকাকে। আজানের ধ্বনি শুনে অনুমান করা যায় এর বাস্তবতা। কিন্তু আজ থেকে সাড়ে পাঁচ শ বছর পেছনে গেলে দেখা যায়, তখন এ শহরে তেমন কোনো প্রতিষ্ঠিত মসজিদ ছিল না। অবশ্য শহরে লোকজনও তেমন ছিল না। আশপাশে ছিল নদী, জলাশয় আর সবুজ বনানী। আর ঢাকা বলতে বোঝাত পুরান ঢাকা। সেই ঢাকা শহরে প্রথম প্রতিষ্ঠিত মসজিদের নাম 'বিনত বিবির মসজিদ'। পুরান ঢাকার নারিন্দা পুলের উত্তরে ছোট এ মসজিদটি নির্মিত হয়েছিল ঢাকা মোগল রাজধানী হওয়ার আগে। তখন বাংলার সুলতান ছিলেন নাসিরউদ্দিন মাহমুদ শাহ। রাজধানী ছিল গৌড়। মসজিদে পাওয়া একটি শিলালিপি থেকে জানা গেছে, ৮৬১ হিজরি, অর্থাৎ ১৪৫৭ সালে মারহামাতের মেয়ে মুসাম্মাৎ বখত বিনত এটি নির্মাণ করেন। কিন্তু কে এই মারহামাত ও বখত বিনত, তা জানা যায়নি। মসজিদটির স্থাপত্যশৈলী ছিল প্রাক মোগল যুগের। মসজিদটির শিলালিপি ছিল ফার্সি ভাষায়। পরবর্তী সময় বেশ কয়েকবার সংস্কারের ফলে এর আদি রূপ পরিবর্তিত হয়ে যায়।

0 comments:

Post a Comment