
সাধারণত এক প্রকার ইনফ্লামেটর ডিজিজই রিউম্যাটিক ফিভার। রিউম্যাটিক ফিভার হতে পারে স্কারলেট ফিভার অথবা স্ট্রেপ থ্রোট জাতীয় ইনফেকশন থেকে। আর এই ইনফেকশনটির জš§ হয় গ্রুপ এ হিমোলাইটিক স্ট্রেপ্টোককাস নামক ব্যাকটেরিয়া থেকে। বড়দের চাইতে ৫ থেকে ১৫ বছর বয়সের বাচ্চাদের ওপর রিউম্যাটিক ফিভারের প্রভাবটা পড়ে অনেকখানি বেশি। ক্যান্সার বা মরণব্যাধীর মতো নিশ্চিত মৃত্যুর রোগ না হলেও এই ফিভারের ভোগান্তিটা মারাত্মক। বিশেষ করে বাচ্চাদের জন্য।
লক্ষণ :
০০ জ্বর, গলা খুশখুশ, গলায় ব্যথা হওয়া
০০ হাটু, গোড়ালি, কনুই, কবজিসহ...