Monday, July 19, 2010

টিপস

0 comments
ফন্ট তৈরির সফটওয়্যার
কম্পিউটারে লেখালেখির জন্য বিভিন্ন মজার ফন্ট পাওয়া যায়। ইন্টারনেট থেকে বিভিন্ন ফন্ট নামানোও যায়। তবে ইচ্ছা করলে নিজের মনের মতো ফন্ট তৈরিও করা যায়। এ জন্য http://softandebook.blogspot.com/2010/04/soft-font-creator.html থেকে ফন্ট তৈরির সফটওয়্যার ফন্ট ক্রিয়েটর৬ নামাতে পারবেন। এরপর নিজের মতো ফন্ট তৈরি করে ব্যবহার করতে পারবেন। এ ছাড়া অন্য কোনো ফন্ট পরিবর্তনও করতে পারবেন।
শাহানাজ পারভীন

ভিডিও গেম থেকে ভিডিও রেকর্ড
ডেক্সটপ ভিডিও করার বেশ কিছু ভালো সফটওয়্যার আছে। ভিডিও গেম রেকর্ড করার একটি সফটওয়্যার হচ্ছে টাকসি। এই সফটওয়্যারের মাধ্যমে ভিডিও গেম বা ত্রিমাত্রিক প্রোগ্রামের ভিডিও ধারণ করা যায়। এমনকি অডিও হিসেবে মাইক্রোফোনের কথাও ভিডিওর সঙ্গে রেকর্ড করা যাবে। মাত্র ২১০ কিলোবাইটের এই মুক্ত সফটওয়্যার নামানো যাবে http://sourceforge.net/projects/ taksi/ ঠিকানার ওয়েবসাইট থেকে ।
মেহেদী আকরাম

0 comments:

Post a Comment