Wednesday, July 14, 2010

এটিএন বাংলা

0 comments
১৯৯৭ সালের ১৫ জুলাই প্রতিষ্ঠা পায় দেশের প্রথম বেসরকারী স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এটিএন বাংলা। আজ চ্যানেলটি চৌদ্দ বছরে পদার্পণ করবে। ১৯৯৮ সালের ৪ সেপ্টেম্বর থেকে তিন ঘন্টাব্যপী সাপ্তাহিক ইসলামী অনুষ্ঠানমালা শুরু হয়। ১৯৯৯ সালের মে মাসে এটিএন বাংলা এনালগ থেকে ডিজিটালে রূপান্তরিত হয়। ইউরোপ সম্প্রচারের লক্ষ্য নিয়ে এটিএন বাংলা বিশ্বের বিভিন্ন দেশে একাধিকবার আয়োজন করলো বিভিন্ন সাং¯ড়ৃতিক অনুষ্ঠানমালা। ১৬ আগষ্ট ২০০১ সংবাদ প্রচার, আর ২০০২ এর ১ অক্টোবর শুরু হলো ইংরেজী সংবাদ প্রচার। ২০০৩ সালে ইরাক যুদ্ধের উপর বিশেষ বুলেটিন দিয়ে শুরু হয় প্রতি ঘন্টার সংবাদ। ২০০৪ সালের ২২ নভেম্বর ছোট পর্দার অস্কার খ্যাত এমি এ্যাওয়ার্ড অর্জন করে এটিএন বাংলা ‘আমরাও পারি’ অনুষ্ঠানের জন্য। ২০০৫ সালে এটিএন বাংলা ইউরোপে নিজস্ব ষ্টুডিও স্থাপন করে স্কাই টিভির ৮৪২ চ্যানেলের মাধ্যমে সরাসরি অনুষ্ঠান সম্প্রচার শুরু করে। ২০০৬ সালে এশিয়া অঞ্চল থেকে আঞ্চলিক এ্যামি এ্যাওয়ার্ড লাভ করে এটিএন বাংলা। ২০০৭ এ চতুর্থবাারের মত এটিএন বাংলা এ্যমি’র জন্য মনোনয়ন পায়। এভাবেই নানা ঘটনার মধ্য দিয়ে এটিএন বাংলা আজকের অবস্থানে পৌছেছে।

0 comments:

Post a Comment