Tuesday, December 4, 2012

হুক্কা

0 comments
এক সময়ের ধুমপানের জনপ্রিয় মাধ্যম হুক্কা খাওয়ার প্রচলন কালের আবর্তে হারিযে যাচ্ছে। আবহমান বাংলার গ্রাম-গঞ্জে ধুমপায়ীরা হুক্কার মাধ্যামে তামাকপানের নেশায় অভ্যস্ত ছিল। সে সময় ধনী-গরীব অনেকের বাড়িতে হুক্কা প্রচলন ছিল। 
প্রবীনদের সাথে কথা বলে জানা যায়, গ্রামের বিভিন্ন বৈঠক খানায় মেহমানদের জন্য প্রধান আকর্ষন ছিল হুক্কা। যে কোনো বয়সের ছেলে ও বয়স্করা হুক্কার নেশায় মতোয়ারা ছিল। তামাক পাতাকে টুকরা টুকরা করে কেটে এনে এতে চিটাগুড় মিশ্রিত করে তৈরী হত হুক্কার প্রধান উপাদান তামুক। হুক্কা ধুমপানের জন্য এক সময় হাটবাজারে তামাকের গুড়ি গুলো মিশ্রিত করে বিক্রি করতো।


আরো জানতে পরতে পারেন_
১. লিংক
২. লিংক

0 comments:

Post a Comment