Tuesday, December 4, 2012

বায়োগ্যাস

0 comments
গোবর, মলমূত্র, পাতা, খড়কুটা প্রভৃতি পদার্থ পানিতে মিশিয়ে বাতাসের অনুপস্থিতিতে রাখলে একধরনের ব্যাকটেরিয়ার সাহায্যে এর গাজন-প্রক্রিয়া ঘটনের মাধ্যমে বর্ণহীন ও দাহ্য গ্যাস—যার ৫০-৭০ শতাংশ মিথেন—উত্পন্ন হয়। এই গ্যাসকে বায়োগ্যাস বলে। রান্নাবান্নাসহ বিভিন্ন কাজে বায়োগ্যাস ব্যবহার করা যায়।

0 comments:

Post a Comment