Sunday, December 23, 2012

মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্য চিত্র

0 comments

মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্রগুলোর চারটি নির্মান হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই। পরবর্তীতে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও এ সংক্রান্ত অন্যান্য বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে নির্মিত হয় বিভিন্ন প্রামাণ্যচিত্র। স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে আলমগীর কবির ‘ডায়েরিজ অব বাংলাদেশ’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মান করেন। পাশাপাশি সরকারী প্রতিষ্ঠান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর তৈরী করে ‘দেশে আগমন’। আলমগীর কবির ১৯৭৩ ও ১৯৭৪ সালে আরও দুটি ডকিউমেন্টারি নির্মান করেন। সৈয়দ শামসুল হকের পরিচালনায় সাতজন বীরশ্রেষ্ঠ-র নামে একটি করে তথ্যচিত্র তৈরী হয় ১৯৮৩ ও ১৯৮৪ সালে। ১৯৯৫ সালে মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ধারার প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ নির্মান করেন তারেক মাসুদ ও ক্যাথেরিন মাসুদ। ১৯৭১ সালে বাংলাদেশী শিল্পীরা বিভিন্ন শরণার্থী শিবির ও রণাঙ্গনে  গান গেয়ে মানুষকে উজ্জীবিত করার যে বিশাল ভূমিকা পালন করেছিলেন তা উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে। আবার এই ‘মুক্তির গান’সহ গণহত্যার ফুটেজ দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রদর্শন করে। তারেক ও ক্যাথেরিন মাসুদ দর্শকদের বিভিন্ন রকম অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে নির্মান করেন ‘মুক্তির কথা’। এছাড়া মানজারে হাসীনের ‘চারুকলায় মুক্তিযুদ্ধ’, কাওসার চৌধুরীর ‘সেই রাতের কথা বলতে এসেছি’, তানভীর মোকাম্মেলের ‘তাজউদ্দীন: নিসঙ্গ সারথি’ ইত্যাদি গুরুত্বপূর্ন প্রামাণ্যচিত্র।

ক্রম

চলচ্চিত্র

পরিচালক

মুক্তিরসন

ডায়েরিজ অব বাংলাদেশ

আলমগীর কবীর

১৯৭২

দেশে আগমণ

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর

১৯৭২

পোগ্রাম ইন বাংলাদেশ

আলমগীর কবীর

১৯৭৩

লংমার্চ টুওয়ার্ডস গোল্ডেন বাংলা

আলমগীর কবীর

১৯৭৪

মুক্তিযোদ্ধা

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর

১৯৭৬

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ

সৈয়দ শামসুল হক

১৯৮৩

বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর

সৈয়দ শামসুল হক

১৯৮৩

বীরশ্রেষ্ঠ মতিউর রহমান

সৈয়দ শামসুল হক

১৯৮৪

জেনারেল এম এ জি ওসমানী

চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর

১৯৮৪

১০

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান

সৈয়দ শামসুল হক

১৯৮৪

১১

বীরশ্রেষ্ঠ রুহুল আমীন

সৈয়দ শামসুল হক

১৯৮৪

১২

বীরশ্রেষ্ঠ মুনশী আবদুর রউফ

সৈয়দ শামসুল হক

১৯৮৫

১৩

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল

সৈয়দ শামসুল হক

১৯৮৫

১৪

এক সাগর রক্তের বিনিময়ে

আলমগীর কবীর

১৯৮৫

১৫

মুক্তির গান

তারেক মাসুদ ও ক্যাথেরিন মাসুদ

১৯৯৫

১৬

চারুকলায় মুক্তিযুদ্ধ

মানজারে হাসীন

১৯৯৭

১৭

মুক্তির কথা

তারেক মাসুদ

১৯৯৮

১৮

কামালপুরের যুদ্ধ

চাষী নজরুল ইসলাম

২০০১

১৯

দেশ জাতি জিয়াউর রহমান

চাষী নজরুল ইসলাম

২০০১

২০

মৃত্যূঞ্জয়ী

সাজ্জাদ জহির

২০০১

২১

প্রতিকূলের যাত্রী

কাওসার চৌধুরী

২০০১

২২

সেই রাতের কথা বলতে এসেছি

কাওসার চৌধুরী

২০০২

২৩

স্বাধীনতা

ইয়াসমিন কবির

২০০২

২৪

ফিনিক্স

নিশাত জাহান রানা

২০০৩

২৫

প্রিয়ভাষিণী

মাহবুব আলম

২০০৩

২৬

মুক্তিযোদ্ধা আমরাও

সৈয়দ তারেক

২০০৩

২৭

তখন

এনামুল করিম নির্ঝর

২০০৪

২৮

তাজউদ্দীন: নিসঙ্গ সারথি

তানভীর মোকাম্মেল

২০০৭

২৯

আমি স্বাধীনতা এনেছি

সাগর লোহানী

২০০৭

৩০

অনেক কথার একটি কথা

আনন্দ

২০০৭

৩১

অন্য মুক্তিযোদ্ধা

লুৎফুন্নাহার মৌসুমী

২০০৭

৩২

কালরাত্রি

অশোক কর্মকার ও মানজারে হাসীন

২০০৭

৩৩

১৯৭১

তানভীর মোকাম্মেল

২০১১

*প্রামাণ্যচিত্রের এই তালিকাটিও অসম্পূর্ণ। ২০০৭ সাল থেকে ২০১২ সাল পর্যন্ত মুক্তিপ্রাপ্ত প্রামাণ্যচিত্রের পূর্ণাঙ্গ তথ্যাবলী সংগ্রহ করা সম্ভব হয় নি।

বিদেশীদের নির্মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ

১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বহু বিদেশী সাংবাদিক সংবাদ সংগ্রহের জন্য এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেরিয়েছেন ক্যামেরা নিয়ে। সেইসব দুর্লভ ফুটেজের সমন্বয়ে তৈরী হয়েছে ডকিউমেন্টারী বা প্রামাণ্যচিত্র। পরবর্তীতে বিভিন্ন সময়ে এই মুক্তিযুদ্ধকে তুলে ধরা হয়েছে বিভিন্ন প্রামাণ্যচিত্রে। এর মাঝে ভারতের আই.এস.জহর পরিচালিত ‘জয় বাংলাদেশ’, উমা প্রাসাদ মৈত্রের ‘জয়বাংলা’, শুকদেবের ‘নাইন মান্হস টু ফ্রিডম’, ঋত্বিক কুমার ঘটকের ‘দুর্বার গতি পদ্মা’, দূর্গা প্রসাদের ‘দুরন্ত পদ্মা’, বিনয় রায়ের ‘রিফিউজি ‘৭১’, এইচএস আদভানী ও অন্যান্যদের ‘লুট অ্যান্ড লাস্ট’, মার্কিন যুক্তরাষ্ট্রের রবার্ট রজার্সের ‘দি কান্ট্রি মেড ফর ডিজাস্টার’, যুক্তরাজ্যের ব্রেন টাগের ‘ডেটলাইন বাংলাদেশ’, গীতা সায়গল ও ডেভিড বার্গম্যান এর  ‘ওয়ারক্রাইম ফাইলস’, তানিয়া কাউলের ‘মেজর খালেদ’স ওয়ার’, জাপানের নাগিসা ওসিমার ‘জয়বাংলা’ ও ‘রহমান: দি ফাদার অব নেশন’, ‘লিগেসি অব ব্লাড’,  বিবিসি’র ‘হাউ দি ইস্ট ওয়াজ ওয়ান’, গ্রানাডা টিভির ‘দি ওয়ার্ল্ড ইন অ্যাকশন’, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্মিত ‘দি কনসার্ট ফর বাংলাদেশ’, মিডিয়া এন্টারটেইনমেন্টের ‘জেনোসাইড ফ্যাক্টর’, ম্যাকুম্বা ইন্টারন্যাশনালের ‘ওয়ার বেবিজ’, বাংলাদেশের সেন্টু রায় কর্তৃক বিদেশে নির্মিত ‘টিয়ারস অব ফায়ার’, আব্দুল গাফফার চৌধুরীর ‘পলাশী থেকে বাংলাদেশ’ ইত্যাদি।  (২০০৭ পর্যন্ত নির্মিত মুভির তালিকা)

লিখেছেন: নাজমুল হাসান দারাশিকো

0 comments:

Post a Comment