মুক্তিযুদ্ধভিত্তিক প্রামাণ্যচিত্রগুলোর চারটি নির্মান হয়েছিল মুক্তিযুদ্ধ চলাকালীন সময়েই। পরবর্তীতে মুক্তিযুদ্ধ, মুক্তিযোদ্ধা ও এ সংক্রান্ত অন্যান্য বিষয়ের প্রতি গুরুত্বারোপ করে নির্মিত হয় বিভিন্ন প্রামাণ্যচিত্র। স্বাধীনতার পরপরই ১৯৭২ সালে আলমগীর কবির ‘ডায়েরিজ অব বাংলাদেশ’ নামে একটি প্রামাণ্যচিত্র নির্মান করেন। পাশাপাশি সরকারী প্রতিষ্ঠান চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর তৈরী করে ‘দেশে আগমন’। আলমগীর কবির ১৯৭৩ ও ১৯৭৪ সালে আরও দুটি ডকিউমেন্টারি নির্মান করেন। সৈয়দ শামসুল হকের পরিচালনায় সাতজন বীরশ্রেষ্ঠ-র নামে একটি করে তথ্যচিত্র তৈরী হয় ১৯৮৩ ও ১৯৮৪ সালে। ১৯৯৫ সালে মুক্তিযুদ্ধ নিয়ে ভিন্ন ধারার প্রামাণ্যচিত্র ‘মুক্তির গান’ নির্মান করেন তারেক মাসুদ ও ক্যাথেরিন মাসুদ। ১৯৭১ সালে বাংলাদেশী শিল্পীরা বিভিন্ন শরণার্থী শিবির ও রণাঙ্গনে গান গেয়ে মানুষকে উজ্জীবিত করার যে বিশাল ভূমিকা পালন করেছিলেন তা উঠে এসেছে এই প্রামাণ্যচিত্রে। আবার এই ‘মুক্তির গান’সহ গণহত্যার ফুটেজ দেশের বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে প্রদর্শন করে। তারেক ও ক্যাথেরিন মাসুদ দর্শকদের বিভিন্ন রকম অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে নির্মান করেন ‘মুক্তির কথা’। এছাড়া মানজারে হাসীনের ‘চারুকলায় মুক্তিযুদ্ধ’, কাওসার চৌধুরীর ‘সেই রাতের কথা বলতে এসেছি’, তানভীর মোকাম্মেলের ‘তাজউদ্দীন: নিসঙ্গ সারথি’ ইত্যাদি গুরুত্বপূর্ন প্রামাণ্যচিত্র।
ক্রম |
চলচ্চিত্র |
পরিচালক |
মুক্তিরসন |
১ |
ডায়েরিজ অব বাংলাদেশ |
আলমগীর কবীর |
১৯৭২ |
২ |
দেশে আগমণ |
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর |
১৯৭২ |
৩ |
পোগ্রাম ইন বাংলাদেশ |
আলমগীর কবীর |
১৯৭৩ |
৪ |
লংমার্চ টুওয়ার্ডস গোল্ডেন বাংলা |
আলমগীর কবীর |
১৯৭৪ |
৫ |
মুক্তিযোদ্ধা |
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর |
১৯৭৬ |
৬ |
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ |
সৈয়দ শামসুল হক |
১৯৮৩ |
৭ |
বীরশ্রেষ্ঠ মহিউদ্দীন জাহাঙ্গীর |
সৈয়দ শামসুল হক |
১৯৮৩ |
৮ |
বীরশ্রেষ্ঠ মতিউর রহমান |
সৈয়দ শামসুল হক |
১৯৮৪ |
৯ |
জেনারেল এম এ জি ওসমানী |
চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর |
১৯৮৪ |
১০ |
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান |
সৈয়দ শামসুল হক |
১৯৮৪ |
১১ |
বীরশ্রেষ্ঠ রুহুল আমীন |
সৈয়দ শামসুল হক |
১৯৮৪ |
১২ |
বীরশ্রেষ্ঠ মুনশী আবদুর রউফ |
সৈয়দ শামসুল হক |
১৯৮৫ |
১৩ |
বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল |
সৈয়দ শামসুল হক |
১৯৮৫ |
১৪ |
এক সাগর রক্তের বিনিময়ে |
আলমগীর কবীর |
১৯৮৫ |
১৫ |
মুক্তির গান |
তারেক মাসুদ ও ক্যাথেরিন মাসুদ |
১৯৯৫ |
১৬ |
চারুকলায় মুক্তিযুদ্ধ |
মানজারে হাসীন |
১৯৯৭ |
১৭ |
মুক্তির কথা |
তারেক মাসুদ |
১৯৯৮ |
১৮ |
কামালপুরের যুদ্ধ |
চাষী নজরুল ইসলাম |
২০০১ |
১৯ |
দেশ জাতি জিয়াউর রহমান |
চাষী নজরুল ইসলাম |
২০০১ |
২০ |
মৃত্যূঞ্জয়ী |
সাজ্জাদ জহির |
২০০১ |
২১ |
প্রতিকূলের যাত্রী |
কাওসার চৌধুরী |
২০০১ |
২২ |
সেই রাতের কথা বলতে এসেছি |
কাওসার চৌধুরী |
২০০২ |
২৩ |
স্বাধীনতা |
ইয়াসমিন কবির |
২০০২ |
২৪ |
ফিনিক্স |
নিশাত জাহান রানা |
২০০৩ |
২৫ |
প্রিয়ভাষিণী |
মাহবুব আলম |
২০০৩ |
২৬ |
মুক্তিযোদ্ধা আমরাও |
সৈয়দ তারেক |
২০০৩ |
২৭ |
তখন |
এনামুল করিম নির্ঝর |
২০০৪ |
২৮ |
তাজউদ্দীন: নিসঙ্গ সারথি |
তানভীর মোকাম্মেল |
২০০৭ |
২৯ |
আমি স্বাধীনতা এনেছি |
সাগর লোহানী |
২০০৭ |
৩০ |
অনেক কথার একটি কথা |
আনন্দ |
২০০৭ |
৩১ |
অন্য মুক্তিযোদ্ধা |
লুৎফুন্নাহার মৌসুমী |
২০০৭ |
৩২ |
কালরাত্রি |
অশোক কর্মকার ও মানজারে হাসীন |
২০০৭ |
৩৩ |
১৯৭১ |
তানভীর মোকাম্মেল |
২০১১ |
0 comments:
Post a Comment