Tuesday, July 6, 2010

ছেলেদের চুল পড়ে কেন?

0 comments
ছেলেদের চুল পড়া খুব স্বাভাবিক এবং বেশি বয়সে টাক পড়া কোনো ব্যাপার নয়। তবু যেন টাক পুরুষের আতঙ্কের কারণ। জুলিয়াস সিজার কিংবা নেপোলিয়ানসহ অনেকেরই সমস্যায় পড়তে হয়েছে। তারা চুল লম্বা রেখে-তারপর টেনে সামনে আঁচড়াতেন টাক ঢাকার জন্য।
অ্যানড্রোজেনিস অ্যালোপিসিয়া
অ্যানড্রোজেন এক ধরনের হরমোন। এই হরমোন পুরুষালি স্বভাবের জন্য দায়ী। আর জেনেটিক অর্থ হচ্ছে বাবা কিংবা মায়ের কাছ থেকে পাওয়া। চুলে ফলিকলে ফাইভ আলফা রিডাকটেজ নামের অ্যানজাইম থাকে। আর চুলের ফলিকলে থাকা অ্যাড্রোজেন তখন ফাইভ আলফা রিডাকটেজের সঙ্গে বিক্রিয়া ডাইহাইড্রোটেসটেরন তৈরি করে। হেয়ার ফলিকল ডাইহাইড্রোটেসটেরনের প্রতি সংবেদনশীল। আর তাই তখন চুল পড়ে যায়।
অ্যালোপিসিয়া অর্থ চুল পড়ে যাওয়া। পুরুষের চুল পড়ে যাওয়া মহিলাদের থেকেও বড় সমস্যা, মহিলাদের পুনরায়চুল গজানোর সম্ভাবনা বেশি। পুরুষের বয়স, হরমোন ও জেনেটিক কারণে চুল পড়ে। চুল পড়ার কারণ ও রোধের উপায় নিয়ে প্রচুর গবেষণা হয়েছে এবং হচ্ছে।
হেয়ার রিপ্লেসমেন্ট, নানা ধরনের সার্জারিও এখন টাক আড়াল করার কাজ করছে। চুল পড়ছে এমন ধারণা হলে বা সন্দেহ হলে ত্বক বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে চুল পড়ার ধরন, কারণ ও নির্ণয়ের পরে সুচিকিৎসা প্রয়োজন।
চুল পড়ার অন্যান্য কারণ
অ্যালোনিসিয়া এরিয়েটা সাধারণত অটোইমিউন রোগে এমন হয়। মাথার বিভিন্ন স্থানে গোল হয়ে সম্পূর্ণ চূল পড়ে যায়।
অ্যালোপিসিয়া টোটানিস
সম্পূর্ণ মাথার চুল পড়ে যাওয়া, অ্যালোপিসিয়ার পরবর্তী একটি ধারা।
অ্যালোপিসিয়া ইউনিভার্সালিস
সমস্ত শরীরের চুল পড়ে যায়।
ট্রাকশন অ্যালোপিসিয়া-
অতিরিক্ত শারীরিক পরিশ্রম বা চুল খুব বেশি টেনে বাঁধলে, টানাটানির কারণে চুল পড়ে যেতে পারে।
টেলোজেন ইফফ্লুডিয়াম-
এটি সাময়িক, শরীরিক ও মানসিক চাপ, ওষুধ, হরমোনজনিত সমস্যার কারণে হয়।
অ্যানাজেন ইফফ্লুভিয়াম-
কেমোথেরাপির কারণে যখন চুল পড়ে।
উপরোলি্লখিত কারণে মাত্র পাঁচ ভাগ পুরুষের চুল পড়ে। বাকি ৯৫ ভাগ চুল পড়ে অ্যানড্রোজেনিক অ্যালোপিসিয়ার কারণে।
অ্যানড্রোজেনিক অ্যালোপিসিয়ার চিকিৎসা
* চুল পড়াকে বড় সমস্যা মনে না করে টাক মাথা মেনে নিতে চেষ্টা করা।
* টাক আড়াল করার জন্য নানা রকম পদ্ধতির ব্যবহার। চুলের ছাঁটকাটের ধরন পাল্টে ফেলুন।
* ত্বক বিশেষজ্ঞের পরামর্শনুযায়ী মিনক্রিডিল ব্যবহার করুন।
* সুষম খাবার খাবেন।
* হেয়ার রিপ্লেসমেন্ট করতে পারেন।
ডা: ওয়ানাইজা
জেনারেল মেডিকেল হাসপাতাল লি.
১০৩, এলিফ্যান্ট রোড, ঢাকা
ফোন : ০১৯১১৫৬৬৮৪২

0 comments:

Post a Comment