
রাজশাহী জেলা বোর্ডের উদ্যোগে ১৯১১ সালে নওগাঁ শহরে এ পার্কটি প্রতিষ্ঠা করা হয়। তখন ব্রিটিশ আমল। লর্ড ক্যাসেলের নামানুসারে পার্কটির নাম রাখা হয় ক্যাসেল পার্ক। পার্কের মধ্যে ১.২০ একর জমি খনন করে একটি পুকুর তৈরি করা হয়। এছাড়া ২.৪৫৪৮ একর জমি দেয়াল দিয়ে ঘিরে কয়েকটি পকেট দরজাসহ উত্তর দিকে প্রধান গেট চলাচলের জন্য রাখা হয়। ব্রিটিশ শাসন আমলে নওগাঁর ক্যাসেল পার্কে সাধারণের প্রবেশাধিকার ছিল না। তখন মহকুমা পর্যায়ের কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিরা প্রবেশ করতে পারতেন। ১৯৪৭ সালে দেশ বিভাগের পর নওগাঁর এ ক্যাসেল...